Covid in Maharashtra: বাড়ছে উদ্বেগ, মঙ্গলবার এই রাজ্যে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়াল ১৮৬ শতাংশ
Covid in Maharashtra: রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্ত জানিয়েছেন, রাজ্য সরকার করোনা মোকাবিলায় কতটা তৈরি তা পরীক্ষা করতে আগামী ১৩ ও ১৪ এপ্রিল একটি মক ড্রিল করবে। তবে সাধারণ মানুষের কাছে তিনি আহ্বান জানিয়েছেন, আতঙ্কের কোনও কারণ নেই
![Covid in Maharashtra: বাড়ছে উদ্বেগ, মঙ্গলবার এই রাজ্যে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়াল ১৮৬ শতাংশ Covid in Maharashtra: বাড়ছে উদ্বেগ, মঙ্গলবার এই রাজ্যে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়াল ১৮৬ শতাংশ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/04/04/414499-5.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরিস্থিতি ক্রমশ ঘোরাল হচ্ছে। মহারাষ্ট্রে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ৭১১ জন। মৃত্যু হয়েছে ৪ জন। অবস্থা এমনই যে সাতারা জেলায় কর্মক্ষেত্রে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্তের হার বাড়ল ১৮৬ শতাংশ।
আরও পড়ুন-'মানুষ পদক্ষেপ চায়, অজুহাত নয়', জি ২৪ ঘণ্টাকে জানালেন রাজ্যপাল
মহারাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭৯২। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্ত জানিয়েছেন, রাজ্য সরকার করোনা মোকাবিলায় কতটা তৈরি তা পরীক্ষা করতে আগামী ১৩ ও ১৪ এপ্রিল একটি মক ড্রিল করবে। তবে সাধারণ মানুষের কাছে তিনি আহ্বান জানিয়েছেন, আতঙ্কের কোনও কারণ নেই। তবে সাবধানে থাকতে হবে। রাজ্যে করোনা বাড়ছে তবে যে ভ্যারিয়েন্ট এর পেছনে রয়েছে তার প্রভাব মৃদু। বাইরে বের হওয়ার সময়ে সতর্ক থাকতে হবে। কোনও ঝুঁকি নেওয়া যাবে না।
করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে কাজের জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বাধ্যতমূলক করেছে সাতারা জেলা প্রশাসন। মঙ্গলবার ওই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
একনজরে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি
সোলাপুর, সাংলি, কোলহাপুর, সিন্ধুদুর্গ, পুনে ও সাতারায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
রাজ্যে কোনও করোনা রোগী ভেন্টিলেটরে বা অক্সিজেন সাপোর্টে নেই। এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী।
ব্যাকটেরিয়া ইনফেকশন না হলে অ্যান্টি বায়েটিক ব্যবহারে নিষেধ করা হয়েছে।
প্রবল জ্বর, শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।