CPIM: সংযুক্ত মোর্চা স্থায়ী কাঠামো নয়, TMC-BJP বিরোধী ভোট টানতেই জোট
সিপিএমের কেন্দ্রীয় কমিটির নোটে তুলোধনা করা হল রাজ্য নেতৃত্বকে।
নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত মোর্চা কখনওই স্থায়ী কাঠামো হতে পারে না। বিকল্প সরকার গড়তে সংযুক্ত মোর্চার (ISF) ব্যানারে ভোটে লড়াই করা ভুল হয়েছিল। যৌথ ইস্তেহার প্রকাশ করে ভোট লড়াও ঠিক হয়নি। ভুল হয়েছে সংযুক্ত মোর্চার নামে ভোটে লড়াও। সিপিএমের কেন্দ্রীয় কমিটির নোটে এভাবেই তুলোধনা করা হল রাজ্য নেতৃত্বকে। কেন্দ্রীয় কমিটির অবস্থান মেনে এমনটা করা হয়নি। এমনই বিস্ফোরক পর্যালোচনা আপলোড করা হয়েছে কেন্দ্রীয় কমিটির ওয়েবসাইটে।
প্রসঙ্গত, তৃণমূল (TMC) বিরোধী ও বিজেপি (BJP) বিরোধী ভোট নিজেদের দিকে আনতেই কংগ্রেস ও আইএসএফের সঙ্গে আসন সমঝোতায় এসেছিল রাজ্য সিপিএম (CPIM)। এমনই বিস্ফোরক দাবি করল সিপিএম কেন্দ্রীয় কমিটি। সংযুক্ত মোর্চা কোনও বিকল্প সরকার গড়বে এমন উদ্দেশ্য ছিল না। নির্বাচনের কথা মাথায় রেখেই ভোট টানতেই জোট করা হয়েছিল বলে দাবি।
আরও পড়ুন, CPM: 'বিজেমূল' স্লোগান বিভ্রান্তি তৈরি করেছে, আলিমুদ্দিনকে তোপ Yechury-র
উল্লেখ্য, রাজ্য সিপিএম দাবি করলেও কেবলমাত্র আসন সমঝোতা ছাড়া সরকার গঠন করার বোঝাপড়া কেন্দ্রীয় কমিটির সঙ্গে হয়নি। এমনটাই পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। ভোটের কথা মাথায় রেখেই জোট তৈরি হয়েছিল, সরকার তৈরি লক্ষ্যই ছিল না। এ বিষয়ে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ''সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে। একথা অস্বীকার করার জায়গা নেই আমরা জোটকে স্থায়ী রাস্তা দিতে পারিনি।''
এর পাশাপাশি কেন্দ্রীয় কমিটির রিপোর্টে বলা হয়, ''আইএসএফের মুসলিম ভাবমূর্তিও নির্বাচনী সমঝোতাকে আঘাত করেছে।'' স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কারা প্রধান রাজনৈতিক শত্রু এটা কী নির্ধারণ করা যায়নি? তারই ফলাফল কি বিধানসভা নির্বাচনে ভুগতে হল সিপিএমকে? সেই সঙ্গে জল্পনা বাড়িয়ে বঙ্গের বাম নেতৃত্ব শত্রু হিসাবে কাকে চিহ্নিত করবে বিজেপি না তৃণমূলকে, সেই বিষয়েও ধোঁয়াশা থেকে গেল। তার উপর কেন্দ্রীয় কমিটির রিপোর্ট আলিমুদ্দিনের অস্বস্তি দ্বিগুণ করে দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।