পার্টি কংগ্রেসের পঞ্চম দিনে দলের সাংগঠনিক রিপোর্ট নিয়ে আলোচনা
সিপিআইএম-এর কোঝিকোড় পার্টি কংগ্রেসের আজ পঞ্চম দিন। দলীয় সংবিধান সংশোধন এবং শুদ্ধিকরণ, মূলত এই দুটি বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা চলছে।
সিপিআইএম-এর কোঝিকোড় পার্টি কংগ্রেসের আজ পঞ্চম দিন। দলীয় সংবিধান সংশোধন এবং শুদ্ধিকরণ, মূলত এই দুটি বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা চলছে। দলীয় কর্মীদের রাজনৈতিক মানোন্নয়নের কাজ সাফল্যের সঙ্গে করা যায়নি, দলের সাংগঠনিক রিপোর্টে একথা স্বীকার করেছে সিপিআইএম। কোঝিকোড়ে দলের পার্টি কংগ্রেসে শনিবার এই বিষয়ক রিপোর্ট পেশ করেন এসআর পিল্লাই। আজ এই রিপোর্টের উপর বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের সিপিআইএম নেতৃত্ব।
শনিবার মতাদর্শগত দলিলের খসড়া নিয়ে আলোচনার পর সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি জানান, আন্দোলনের ক্ষেত্রে অন্য কোনও দেশের মডেল অনুসরণ করবে না সিপিআইএম। আন্দোলন চলবে নিজস্ব, দেশীয় মডেলেই। এদিন চিন, রাশিয়া এবং লাতিন আমেরিকার মডেল নিয়েও আলোচনা হয়। পার্টি কংগ্রেসের চতুর্থ দিনে ইয়েচুরি জানান, চিন, রাশিয়া, লাতিন আমেরিকায় কমিউনিজম মডেলের যেমন ভালো দিক আছে, তেমনই কিছু কিছু ত্রুটিও রয়েছে বলে মনে করে সিপিআইএম। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ওই সব দেশ। কিন্তু ওই দেশগুলির মডেল এদেশে অনুসরণ করা সম্ভব নয়।
এদেশে আন্দোলন চলবে নিজস্ব মডেলেই। অন্যান্য দেশের থেকে শিক্ষা নেওয়া যেতে পারে। কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামোয় অন্য কোনও দেশের মডেল কার্যকর হবে না বলেই মনে করে সিপিআইএম। সেকারণেই স্বতন্ত্র মডেলে আন্দোলন এবং বিপ্লব চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান ইয়েচুরি।