ইয়েচুরির সঙ্গে কথা মমতার, বিজেপিকে রুখতে সিপিআইএমের সঙ্গে জোটে তৃণমূল?

বিজেপিকে রুখতে বাংলার শাসক দলও কি হাঁটবে বিহারের রাস্তায়? প্রশ্ন উস্কে দিল কংগ্রেসের নেহরু জয়ন্তী সম্মেলন। দিল্লির বিজ্ঞানভবনে আজ কংগ্রেসের সম্মেলনে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের তরফে উপস্থিত সীতারাম ইয়েচুরিও। একই রোয়ে বসেন তৃণমূল নেত্রী ও সিপিআইএম পলিটব্যুরো সদস্য।

Updated By: Nov 17, 2014, 04:15 PM IST
 ইয়েচুরির সঙ্গে কথা মমতার, বিজেপিকে রুখতে সিপিআইএমের সঙ্গে জোটে তৃণমূল?

ওয়েব ডেস্ক: বিজেপিকে রুখতে বাংলার শাসক দলও কি হাঁটবে বিহারের রাস্তায়? প্রশ্ন উস্কে দিল কংগ্রেসের নেহরু জয়ন্তী সম্মেলন। দিল্লির বিজ্ঞানভবনে আজ কংগ্রেসের সম্মেলনে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিআইএমের তরফে উপস্থিত সীতারাম ইয়েচুরিও। একই রোয়ে বসেন তৃণমূল নেত্রী ও সিপিআইএম পলিটব্যুরো সদস্য।

অনুষ্ঠানের ফাঁকে সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত নিয়ে ইয়েচুরির কাছে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সীতারাম ইয়েচুরি পাল্টা বলেন, বিজেপিকে রাজ্যে ডেকে আনার জন্য দায়ী তৃণমূল কংগ্রেসই। বিজেপিকে রুখতে অসাম্প্রদায়িক জোট গঠন নিয়েও দুজনের কথা হয়। সোনিয়া গান্ধী যে জোট গঠনের স্পষ্ট  ইঙ্গিত দিচ্ছেন সে বিষয়েও একমত হন দুজনে।

মোদী বিরোধী মহাজোট গঠনের প্রচ্ছন্ন বার্তাকে সঙ্গে করে দিল্লিতে শুরু হল জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী সেমিনার। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মের একশো পঁচিশতম বার্ষিকী উপলক্ষ্যে কংগ্রেসের তরফে দুদিনের আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিল্লির বিজ্ঞানভবনে সেই আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত নয় বিজেপি। ডাকা হয়নি NDA-র শরিক দলগুলিকেও। সম্মেলনের উদ্বোধনেই ধর্ম নিরপেক্ষতার ইস্যুতে নাম না করেই বিজেপিকে নিশানা করেছেন কংগ্রেস সভানেত্রী। তিনি বলেন জওহরলাল নেহরুর কাছে ধর্ম নিরপেক্ষতা, ধর্ম বিশ্বাসের মতো আবেগের বিষয় ছিল। ভারতের মতো বৈচিত্রময় দেশে ধর্ম নিরপেক্ষতা বাধ্যতামূলক শর্ত বলেও মন্তব্য করেন তিনি।

Tags:
.