মোদীর বিরুদ্ধে অবমাননার নোটিশ আনছে সিপিএম
ওয়েব ডেস্ক: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার অবমাননার নোটিশ আনতে চলেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। "প্রধানমন্ত্রী নোট বাতিলের মত একটা সিদ্ধান্ত নিয়ে সংসদে কোনও আলোচনা করেননি। সংসদে আলোচনা তো দূর, সংসদের বাইরেই এমন একটা বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন তিনি। এমনকি ঘোষণার পর ১৪ দিন কেটে গেলেও প্রধানমন্ত্রী লোকসভা এবং রাজ্যসভা, উভয় কক্ষেই আসছে না, তাঁর সিদ্ধান্তের ব্যাখ্যাও সংসদকে জানাচ্ছেন না", এমনটাই অভিযোগ করেছেন রাজ্যসভার সাংসদ তথা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সম্পাদক সীতারাম ইয়েচুরি।
মোদীর আচরণকে কটাক্ষ করে তিনি বলেছেন, "দেশের প্রধানমন্ত্রী ঔদ্ধত্য প্রদর্শন করছেন। আমাদের মতে, তিনি এমনটা কখনই করতে পারেন না।"
A PM who has time to address pop music concerts but is refusing to face Parliament.#Demonetisation #ManMadeDisaster https://t.co/YJG20wzhsb
— Sitaram Yechury (@SitaramYechury) November 22, 2016