এখনই হচ্ছে না কংগ্রেস সভাপতি নির্বাচন

সভাপতি-পদে কি দেখা যেতে পারে গান্ধী পরিবারের বাইরের কোনও মুখ, জল্পনা

Updated By: Jan 22, 2021, 02:15 PM IST
এখনই হচ্ছে না কংগ্রেস সভাপতি নির্বাচন
ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন: সামনে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। এই আবহের মধ্যেই পিছিয়ে গেল কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভাপতি নির্বাচন।

কংগ্রেসের সভাপতি (congress president) পদের নির্বাচন কিছু দিনের জন্য পিছিয়ে দেওয়ার বিষয়ে মত দিল কংগ্রেসের তরুণ ব্রিগেড। সামনেই পশ্চিমবঙ্গ-কেরল-তামিলনাড়ু-অসম-পণ্ডিচেরিতে বিধানসভা ভোট। আগামী এক-দেড় মাসের মধ্যে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন হলে দলের নেতাকর্মীদের নজর বিধানসভা ভোটের প্রচার থেকে দলীয় নির্বাচনের দিকে ঘুরে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে বিধানসভা ভোটের ফলাফলে। তাতে এই রাজ্যগুলিতে কংগ্রেসের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে। তাই এই সিদ্ধান্ত। 

রাহুল গান্ধীই (rahul gandhi) সভাপতি হবেন কিনা, তা নিয়েও  কোনও কোনও মহলে সংশয় আছে। কংগ্রেসের (congress Working Committee) বৈঠক থেকে নতুন কোনও মুখ উঠে আসবে কিনা, তা ঠিক করবেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং তাঁর থিঙ্কট্যাঙ্ক। 

Also Read: ডিনামাইট বিস্ফোরণ, কানফাটানো শব্দ সঙ্গে তীব্র কম্পন, কয়েক ফুট উঁচুতে উড়ে যায় লরি

.