বিহারের ঔরঙ্গাবাদে কার্ফু
জেলার শহরাঞ্চলে কার্ফুর খবরে সিলমোহর দিয়েছেন ঔরঙ্গাবাদের জেলা শাসক রাহুল রঞ্জন মেহওয়াল। কিন্তু শ্যুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: কার্ফু জারি হল বিহারের ঔরঙ্গাবাদ জেলায়। রিপোর্ট অনুযায়ী, সোমবার সন্ধ্যায় সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে এই কার্ফু জারি করা হয়েছে। এর পাশাপাশি, দেখা মাত্র গুলি চালানোর (শ্যুট অ্যাট সাইট) নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।
জেলার শহরাঞ্চলে কার্ফুর খবরে সিলমোহর দিয়েছেন ঔরঙ্গাবাদের জেলা শাসক রাহুল রঞ্জন মেহওয়াল। কিন্তু শ্যুট অ্যাট সাইটের নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
জেলার পুরানো জিটি রোডে জামা মসজিদ সংলগ্ন এলাকায় ৫০টি দোকানে আগুন লাগানো হয়েছে বলে খবর। ২০ জন সাধারণ মানুষ-সহ ৬০ জন আহত বলে জানা যাচ্ছে। নওয়াদি এলাকায় রামনবমীর মিছিলে পাথর ছোড়ার অভিযোগের পর থেকেই অবস্থা জটিল হয়েছে বলে খবর।