কেউ তুলছেন ধর্ষণের অভিযোগ, কেউ আপলোড করছে আপত্তিজনক ছবি, অপরাধের আঁতুরঘর ফেসবুক

সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ক্রমেই বাড়ছে অপরাধ প্রবনতা। ফের একবার সেই কথাই প্রমাণ করল বিক্ষিপ্ত দুটি ঘটনা।

Updated By: Aug 13, 2014, 09:18 PM IST
কেউ তুলছেন ধর্ষণের অভিযোগ, কেউ আপলোড করছে আপত্তিজনক ছবি, অপরাধের আঁতুরঘর ফেসবুক

রায়পুর: সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ক্রমেই বাড়ছে অপরাধ প্রবনতা। ফের একবার সেই কথাই প্রমাণ করল বিক্ষিপ্ত দুটি ঘটনা।

ফেসবুকে নিজেরই এলাকার এক মহিলার সঙ্গে বন্ধুত্ব করেন রায়পুরের সিলতারা বাণিজ্য অঞ্চলের হিমাংশু নায়েক। সেখান থেকেই বাড়ে ঘনিষ্ঠতা। তারপরই বিয়ের প্রতিশ্রুতি নিয়ে বারবার ওই মহিলাকে ধর্ষণ করে হিমাংশু। হঠাত্‍ই হিমাংশু ফোন ধরছে না দেখে তার বাড়িতে দেখা করতে যান মহিলা। তখনই তাঁকে প্রত্যাখ্যান করেন হিমাংশু। এরপরই হিমাংশুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ওই মহিলা। হিমাংশুকে গ্রেফতার করেছে পুলিস।

অন্যদিকে, মহিলার বিরুদ্ধে সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন লখনউ শহরের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, ফেসবুকে বন্ধুত্বের সূত্র ধরে তাঁর কাছে থেকে টাকা দাবি করতে থাকেন ওই মহিলা। টাকা না পেয়ে তাঁর বোনের আপত্তিজনক কিছু ছবি ফেসবুকে আপলোড করে দেন ওই মহিলা। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

 

.