Cyclone Dana: দামাল ডানা, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে আতঙ্কে কাঁটা ওড়িশা, ৫ রাজ্যে মোতায়েন বিপর্যয় মোকাবিলা দল

Dana landfall on Odisha coast: ওড়িশায় ল্যান্ডফল ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ সকাল পর্যন্ত ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। শক্তির দিক থেকে রেমালের মত হবার সম্ভাবনা রয়েছে ডানার। তবে আমফানের মত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা নেই ।

Updated By: Oct 24, 2024, 12:23 PM IST
Cyclone Dana: দামাল ডানা, অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে আতঙ্কে কাঁটা ওড়িশা, ৫ রাজ্যে মোতায়েন বিপর্যয় মোকাবিলা দল
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'ডানা'-য় শঙ্কিত বাংলা-ওড়িশা। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলা, ওড়িশা। হাওয়া অফিসের শেষ খবর মোতাবেক, সমুদ্রে ক্রমেই শক্তি বাড়াচ্ছে 'ডানা'।বুধবার রাত পর্যন্ত ৩ লক্ষ লোককে সরানো হয়েছে ওড়িশার সংবেদনশীল জেলা গুলো থেকে। 

আরও পড়ুন, Cyclone Dana Updates: রেমালের মতোই শক্তিশালী 'ডানা'! ওড়িশায় ল্যান্ডফল হলেও দুর্যোগের আশঙ্কা কলকাতা সহ...

ওড়িশার ভদ্রক জেলায় ৭ টা ব্লক আছে। মোট ৭০  হাজার লোক যারা ঝুঁকিপূর্ণ এলাকাতে থাকে তাদের সরানো হবে। ১৫০টা সাইক্লোন শেল্টার খোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পারাদ্বীপের দক্ষিণ-পূর্বে ২৮০ কিলোমিটার দূরে রয়েছে 'ডানা'।

আইএমডি কর্মকর্তারা ওড়িশার উপকূলীয় এবং উত্তর উভয় অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। শক্তিশালী হাওয়ার পাশাপাশি, ঘূর্ণিঝড়টি রাজ্যজুড়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করবে বলেই আশঙ্কা, বন্যা, উপড়ে পড়া গাছ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো এই উদ্বেগ বাড়িয়ে তুলবে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ওড়িশা এবং পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি রাজ্যে ৫৬টি দল মোতায়েন করেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উপ-মহাপরিদর্শক (অপারেশন) মোহসেন সাহেদি বলেন, দলে রয়েছে পোল ও বৃক্ষ কাটার, স্ফীত নৌকা, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় বন্যা উদ্ধার সরঞ্জাম। ঘূর্ণিঝড়টির ভূমিধ্বসের পর দ্রুত পুনরুদ্ধারের প্রচেষ্টা নিশ্চিত করার উদ্দেশ্যে এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরের যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর জাহাজ ও বিমানগুলিকে কাজে লাগানো হচ্ছে। ওড়িশা ও বাংলার উপকূলীয় অঞ্চলে পর্যটকদের সুরক্ষার জন্য সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওড়িশা সরকার ১৪ টি জেলায় প্রায় ১০ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য একটি বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করতে সময়ের সঙ্গে লড়াই করছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), ওড়িশা ডিজাস্টার র ্যাপিড অ্যাকশন ফোর্স (ওডিআরএফ) এবং রাজ্যে ফায়ার সার্ভিস মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে ১৫ ঘণ্টা এবং শিয়ালদহ ডিভিশনের ১৯০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ভুবনেশ্বরের বিজু পট্টনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৬ ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকবে। ভুবনেশ্বর বিমানবন্দরে প্রতিদিন ১০০ টিরও বেশি বিমান চলাচল করে, প্রায় ১৫,০০০ লোকের যাতায়াত।

ঘূর্ণিঝড়টি ওড়িশার ধামরা থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। সাগরদ্বীপ থেকে ৩৭০ কিলোমিটার দূরে রয়েছে ‘ডানা’। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি ওড়িশার ভিতরকণিকা ও ধামরার মাঝে ল্যান্ডফল করবে বলে মনে করা হচ্ছে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার।

আরও পড়ুন, Bengal Weather Update | Dana Cyclone Update: ক্রমশ ডানা মেলছে 'ডানা'! পারাদ্বীপ থেকে ২৬০ কিমি, সাগরদ্বীপ থেকে ৩৫০ কিমি দূরে...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.