দলিত গবেষকের আত্মহত্যার জেরে আজও বিক্ষোভে উত্তাল হায়দরাবাদ, যাচ্ছেন রাহুল গান্ধী
গবেষক ছাত্র ভারমুলা রোহিতের আত্মহত্যার প্রতিবাদে আজও বিক্ষোভে উত্তাল হায়দরাবাদ। সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলছে অবস্থান বিক্ষোভ। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী দত্তাত্রেয়র বাড়ির বাইরে প্রতিবাদ জানাচ্ছেন তেলেঙ্গানার জাগ্রুতি যুব মোর্চার সদস্যরা। বিক্ষোভের আঁচ লেগেছে পুনের FTII-তেও। একদিনের প্রতীকী অনশন পালনের সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়ারা। এদিকে, আজ হায়দরাবাদ ইউনিভার্সিটি যাচ্ছেন রাহুল গান্ধী।
ওয়েব ডেস্ক: গবেষক ছাত্র ভারমুলা রোহিতের আত্মহত্যার প্রতিবাদে আজও বিক্ষোভে উত্তাল হায়দরাবাদ। সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে চলছে অবস্থান বিক্ষোভ। একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী দত্তাত্রেয়র বাড়ির বাইরে প্রতিবাদ জানাচ্ছেন তেলেঙ্গানার জাগ্রুতি যুব মোর্চার সদস্যরা। বিক্ষোভের আঁচ লেগেছে পুনের FTII-তেও। একদিনের প্রতীকী অনশন পালনের সিদ্ধান্ত নিয়েছেন পড়ুয়ারা। এদিকে, আজ হায়দরাবাদ ইউনিভার্সিটি যাচ্ছেন রাহুল গান্ধী।
দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগে হেনস্থা। হায়দরাবাদে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী হন দলিত গবেষক ভারমুলা রোহিত। অম্বেদকর ইউনিয়নের সদস্য তিনি। অগাস্টে মুম্বই হামলার অপরাধী ইয়াকুব মেমনের ফাঁসির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে ইউনিয়ন। সেই মিছিল থেকেই ABVP-র এক নেতাকে হেনস্থার অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তদন্তে গবেষক রোহিতের বিরুদ্ধে প্রমাণ মেলেনি।
এরপর অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয় চত্বরে দেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছে ইউনিয়ন। অভিযোগ এক কেন্দ্রীয় মন্ত্রীর চাপে পাঁচ ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। হস্টেলের সামনে তাঁবু খাটিয়ে থাকছিলেন তারা। রাতে সেখানেই রোহিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দেহ আটকে রাতভর বিক্ষোভ দেখান পড়ুয়ারা। ভোরে আট ছাত্রকে গ্রেফতার করে দেহ নিয়ে যায় পুলিস।