ডিডিসিএ কাণ্ডে স্বস্তিতে অরুণ জেটলি

DDCA কাণ্ডে স্বস্তিতে জেটলি। দিল্লি সরকারের তদন্ত কমিটির রিপোর্টেই নাম নেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়শনের দুর্নীতির তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছিল কেজরিওয়াল সরকার। DDCA-র সভাপতি হিসেবে জেটলির দুর্নীতি খুঁজে পায়নি তদন্ত কমিটি। দুশো সাতচল্লিশ পাতার রিপোর্টে ফিরোজ শা কোটলা স্টেডিয়াম তৈরিতে নানা অনিয়মের দিকে আঙুল তোলা হয়েছে ঠিকই। কিন্তু জেটলির জমানায় দুর্নীতির কোনও হদিশ পায়নি তদন্ত কমিটি। রিপোর্ট সামনে আসতেই কেজরিওয়ালকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে বিজেপি। অন্যদিকে, আফগানিস্তান সফর থেকে ফিরে ফের জেটলির পাশে দাঁড়িয়েছেন মোদী। মন্ত্রিসভা থেকে বর্তমান অর্থমন্ত্রীকে হারাতে চান না বলে জানিয়ে দিয়েছেন তিনি। জেটলির সততা নিয়েও কোনও সংশয় নেই প্রধানমন্ত্রীর।

Updated By: Dec 28, 2015, 10:39 AM IST
 ডিডিসিএ কাণ্ডে স্বস্তিতে অরুণ জেটলি

ওয়েব ডেস্ক: DDCA কাণ্ডে স্বস্তিতে জেটলি। দিল্লি সরকারের তদন্ত কমিটির রিপোর্টেই নাম নেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়শনের দুর্নীতির তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছিল কেজরিওয়াল সরকার। DDCA-র সভাপতি হিসেবে জেটলির দুর্নীতি খুঁজে পায়নি তদন্ত কমিটি। দুশো সাতচল্লিশ পাতার রিপোর্টে ফিরোজ শা কোটলা স্টেডিয়াম তৈরিতে নানা অনিয়মের দিকে আঙুল তোলা হয়েছে ঠিকই। কিন্তু জেটলির জমানায় দুর্নীতির কোনও হদিশ পায়নি তদন্ত কমিটি। রিপোর্ট সামনে আসতেই কেজরিওয়ালকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে বিজেপি। অন্যদিকে, আফগানিস্তান সফর থেকে ফিরে ফের জেটলির পাশে দাঁড়িয়েছেন মোদী। মন্ত্রিসভা থেকে বর্তমান অর্থমন্ত্রীকে হারাতে চান না বলে জানিয়ে দিয়েছেন তিনি। জেটলির সততা নিয়েও কোনও সংশয় নেই প্রধানমন্ত্রীর।

.