শেষকৃত্যের আগে ফোন, "বাবা আমি বেঁচে আছি," চোখের জল বদলে গেল হাসিতে

শেষকৃত্যের ঠিক আগের মুহুর্তে এল সেই ফোন। এক নিমেষে বাবা, মায়ের চোখের জল বদলে গেল হাসিতে। ফিরে পেলেন ছেলেকে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়ারেঙ্গেলে।

Updated By: Dec 7, 2014, 05:05 PM IST
শেষকৃত্যের আগে ফোন, "বাবা আমি বেঁচে আছি," চোখের জল বদলে গেল হাসিতে

ওয়েব ডেস্ক: শেষকৃত্যের ঠিক আগের মুহুর্তে এল সেই ফোন। এক নিমেষে বাবা, মায়ের চোখের জল বদলে গেল হাসিতে। ফিরে পেলেন ছেলেকে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ওয়ারেঙ্গেলে।

পোলা লক্ষ্মীনারায়ণ ও লক্ষ্মীর ছেলে ২৫ পোলা অনিল হঠাত্‍ই এক সপ্তাহ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। মঙ্গলবার মাতেওয়াড়া থানায় গিয়ে মিসিং ডায়েরি করেন বাবা, মা। এরপরই থানা থেকে তাঁদের ডেকে পাঠানো হয় মর্গে। রেল দুর্ঘটনায় মৃত শরীরটি দেখে ছেলের দেহ বলে সনাক্ত করে তাঁরা। ইয়েল্লাম্মা বাজারের কাছে অনিলের শেষকৃত্যের জন্য জমা হন পরিবার পরিজনেরা।

শেষকৃত্যে আসছিলেন অনিলের বন্ধু সুরেশও। হঠাত্‍ই বেজে ওঠে তাঁর ফোন। কে করেছে ফোন? স্বয়ং অনিল। স্তম্ভিত সুরেশ তক্ষুণি ফোন ধরিয়ে দেন অনিলের বাবা, মাকে। ফোনের ওপ্রান্তে ছেলের গলা শুনে আনন্দ আত্মহারা হয়ে যান তাঁরা। ফোনে অনিল জানান ব্যক্তিগত সমস্যার জন্য বাড়ি ছেড়ে গিয়েছিলেন তিনি। এক্ষুণি ফিরে আসছেন।

এরপরই থানায় গিয়ে দেহ ফেরত্‍ দিয়ে আসেন অনিলের বাবা, মা।

 

.