Aadhaar Voter ID link: আধার-ভোটার আইডি লিঙ্কের নতুন সময়সীমা ঘোষণা করল কেন্দ্র, জেনে নিন তারিখ
Aadhaar Voter ID link: এবার ধীরেসুস্থে অনলাইনে বা এসএমএস এর মাধ্যমে লিঙ্ক করুন আধার ও ভোটার আইডি। নির্বাচন কমিশনের বক্তব্য হল আধার ও ভোটার আইডি লিঙ্ক করা থাকলে কোনও কেন্দ্রে ভোটারদের চিহ্নিত করতে সুবিধে হবে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমজনতার দুশ্চিন্তা কমাতে আধার ও ভোটার আইডি লিঙ্কের সময়সীমা বাড়িয়ে দিল কেন্দ্র। ওই লিঙ্ক করার সময়সীমা ছিল এবছর ১ এপ্রিল। এবার তা প্রায় এক বছর বড়িয়ে দেওয়া হল। নতুন তারিখ হবে ২০২৪ সালের ৩১ মার্চ।
আরও পড়ুন-সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে ৬ লাখ আত্মসাৎ তৃণমূল নেত্রীর!
এবার ধীরেসুস্থে অনলাইনে বা এসএমএস এর মাধ্যমে লিঙ্ক করুন আধার ও ভোটার আইডি। তবে স্বস্তির খবর হল এই লিঙ্ক করার বিষয়টি বাধ্যতামূলক নয়। নির্বাচন কমিশনের বক্তব্য হল আধার ও ভোটার আইডি লিঙ্ক করা থাকলে কোনও কেন্দ্রে ভোটারদের চিহ্নিত করতে সুবিধে হবে।
এবছর ২১ মার্চ একটি নোটিফিকেশন জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক জানিয়ে দেয়, আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করা সময়সীমা ছিল এবছর ১ এপ্রিল। সংযোগ করা সেই সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন তারিখ হল ২০২৪ সালের ৩১ মার্চ।
কীভাবে আধার ও ভোটার আইডি লিঙ্ক করবেন
ন্যাশনাল ভোটারস সার্ভিস পোর্টল nvsp.in. যেতে হবে
লগ ইন করে যেতে হবে “Search in Electoral Roll” অপশনে
ব্যক্তিগত তথ্য দিয়ে আধার নম্বর দিন
এতেই আপনার মোবাইল বা মেলে একটি ওটিপি আসবে
ওই ওটিপি সাইটে দিলেই আপনার আধার ভোটার আইডির সঙ্গে লিঙ্ক হয়ে যাবে।