করোনা আতঙ্কের মধ্যেই কেঁপে উঠল দিল্লি, আতঙ্কে রাস্তায় নেমে পড়লেন মানুষজন
কম্পন অনুভূত হয় উত্তরভারতের বহু জায়গাতেই। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
নিজস্ব প্রতিবেদন: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও তার সংলগ্ন এলাকা। রবিবার বিকেল ৫টা ৪৫ নাগাদ কেঁপে ওঠে গোটা রাজধানী। কম্পন অনুভূত হয় উত্তরভারতের বহু জায়গাতেই। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন-লকডাউনের মধ্যেও মিলবে ছাড়! করোনা আক্রান্ত এলাকাগুলিকে ৩ জোনে ভাগ করছে কেন্দ্র
করোনা আতঙ্কের মধ্যেই আচমকা কম্পন অনুভূত হওয়ায় ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রামের বহু মানুষ। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫। কম্পনের উত্স পাকিস্তানের রাজানপুর
কম্পনের পরই দিল্লিবাসীর সুরক্ষা কামনা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি টুইট করেন, দিল্লিতে ভূমিকম্প হল। আশাকরি সবাই নিরাপদেই রয়েছেন। সবার সুরক্ষা কামনা করছি।
Tremors felt in Delhi. Hope everyone is safe. I pray for the safety of each one of you.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) April 12, 2020
আরও পড়ুন-করোনা প্রাণ কাড়লো ব্রিটিশ অভিনেত্রী হিলারি হিথ-এর
রাজধানীর অনেকেই কম্পনের অভিজ্ঞাতার কথা জানিয়েছেন সংবাদসংস্থার কাছে। পূর্ব দিল্লির বাসিন্দা এস দামলে জানিয়েছেন, একটা গুড়গুড় আওয়াজ হচ্ছিল। চেয়ার কাঁপছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। লাজপত নগরের বাসিন্দা আরেফা সুলাতানা জানান, টিভি দেখছিলাম। হঠাত্ সবকিছু কাঁপতে শুরু করল। দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। অনেকেই বাইরে বেরিয়ে এসেছিল। অনেকক্ষণ পরে আবার ঘরে ফিরলাম।