কাশ্মীরে টাকার অভাবে ধুঁকছে বিচ্ছিন্নতাবাদীরা, NIA-কে দরাজ সার্টিফিকেট জেটলির
ওয়েব ডেস্ক: কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন কমজোরি হওয়ার পেছনে এনআইএ-র ভূমিকার প্রশংসা করলেন অরুণ জেটলি। পাশাপাশি উপত্যকায় গোলমাল কম হওয়ার পেছনে নোটবন্দিরও ভূমিকা রয়েছে বলে মন্তব্য করলেন জেটলি।
আরও পড়ুন-৪৫ লক্ষ টাকার হিরে ফিরিয়ে দিয়ে হিরো গুজরাটের নিরাপত্তারক্ষীর ছেলে
অরুণ জেটলি বলেন, নোটবন্দি ও এনআইএ-র অভিযানের চাপে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা এখন টাকার অভাবে ধুঁকছে। বিদেশ থেকে এখন আর টাকা আসছে না। বিদেশি টাকার পরিমাণ এমনটাই কমেছে যে বিচ্ছিন্নতাবাদীদের পক্ষে ২০-২৫ জন লোক জড়ো করা শক্ত হয়ে পড়ছে।
Post demonetization and NIA crackdown on separatists' foreign funding, they have been starved of funds: Arun Jaitley pic.twitter.com/314FpuELc5
— ANI (@ANI) August 20, 2017
আরও পড়ুন-এবার সেনাবাহিনীতে সংরক্ষণের দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী
উল্লেখ্য, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা কম হওয়ার পেছনে এনআইএ-র ভূমিকার প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও। লখনঔয়ে এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, দেশে মাওবাদী ও জঙ্গি তৎপরতার পেছনে জাল নোটের একটা বড় ভূমিকা রয়েছে। এনআইএ ওই জাল টাকার সরবারহ অনেকটাই বন্ধ করে দিয়েছে। পাশাপাশি জঙ্গিদের টাকা কীভাবে আসছে তা নিয়ে তদন্ত করছে।
জঙ্গিদের যারা টাকার জোগান দেয় তারা এখন এনআইএ-র নামে আতঙ্কে ভোগে। এনআইএ-র তৎপরতায় কাশ্মীরে এখন পাথর ছোঁড়ার ঘটনার সংখ্যা তলানিতে ঠেকেছে।