তেলেঙ্গানার বিরোধিতায় আজ অন্ধ্র বনধ
লোকসভায় তেলেঙ্গানা বিল পেশের বিরোধিতা করে আজ অন্ধ্র প্রদেশ বনধের ডাক দিয়েছে ওয়াই এস আর কংগ্রেস। রাজ্যজুড়ে বিপর্যস্ত জনজীবন। যানবাহন চললেও তা সামান্যই। স্কুল কলেজ বন্ধ। দোকানপাট খোলেনি। রাজ্যের একাধিক জায়গায় বনধের সমর্থনে সকাল থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। শুধু ওয়াই এস আর কংগ্রেসই নয়, রাজ্যভাগের বিরোধিতায় বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন।
লোকসভায় তেলেঙ্গানা বিল পেশের বিরোধিতা করে আজ অন্ধ্র প্রদেশ বনধের ডাক দিয়েছে ওয়াই এস আর কংগ্রেস। রাজ্যজুড়ে বিপর্যস্ত জনজীবন। যানবাহন চললেও তা সামান্যই। স্কুল কলেজ বন্ধ। দোকানপাট খোলেনি। রাজ্যের একাধিক জায়গায় বনধের সমর্থনে সকাল থেকে মিছিল বের করেন বিক্ষোভকারীরা। শুধু ওয়াই এস আর কংগ্রেসই নয়, রাজ্যভাগের বিরোধিতায় বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন।
যেভাবে বিল পেশ করা হয়েছে, তার নিন্দা করে ওয়াই এস আর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডির মন্তব্য, লোকসভায় তেলেঙ্গানা বিল পেশ গণতন্ত্রের প্রহসন। রাজ্যভাগ আটকাতে তাঁর দল সব রকম চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। এ জন্য বিজেপি সহ সব বিরোধী দলের সঙ্গে কথা বলবেন ওয়াই এস আর কংগ্রেসের নেতারা। জানিয়েছেন জগনমোহন রেড্ডি। আইনি দিক খতিয়ে দেখে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন ওয়াই এসআর কংগ্রেস প্রধান।