শিবসেনা ছাড়াই আজ মহারাষ্ট্রে শপথ নেবে প্রথম বিজেপি সরকার

Updated By: Oct 31, 2014, 11:04 AM IST
শিবসেনা ছাড়াই আজ মহারাষ্ট্রে শপথ নেবে প্রথম বিজেপি সরকার

দেবেন্দ্র ফাড়নাবিসের নেতৃত্বে আজ মহারাষ্ট্রে শপথ নেবে প্রথম বিজেপি সরকার। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থান থাকবেন কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য।

সূত্রের খবর, প্রাথমিক ভাবে দেবেন্দ্র ফাডনাবিসের ক্যাবিনেটে থাকছেন ১২ জন মন্ত্রী। এদিকে আজকের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করতে চলেছে শিবসেনা। মন্ত্রিসভায় শিবসেনা যোগ না দেওয়ায়, মহারাষ্ট্রে সংখ্যালঘু সরকার হিসেবে শপথ নেবে বিজেপি। মন্ত্রীসভার সম্ভাব্য নামের তালিকায় রয়েছেন একনাথ খাডসে, সুধীর মুঙ্গানিত্বর, বিনোদ তোউড়ে ও পঙ্কজা মুণ্ডে। তফশিলী জাতি ও উপজাতির প্রতিনিধিরাও শপথ নেবেন এ দিন।

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে ১২২টি আসনে জয়ী হয়েছে বিজেপি। জয়ের পর মৃত্যু হয়েছে বিজেপি বিধায়ক গোবিন্দ রাঠোরের। শিবসেনা যোগদান না করায় সংখ্যালঘু সরকার হিসেবে নিলেও বিজেপি পাশে রয়েছে এনসিপির ৪১ জন বিধায়ক ও ছোট দলের বিধায়করা।

 

.