২০১০ দিল্লি কল সেন্টার গণধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত ৫
২০১০ সালের একটি ভয়াবহ ধর্ষণের ঘটনা। কল সেন্টারের এক তরুণীকে ধর্ষণকাণ্ডে ৫ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। এই ঘটনা প্রকাশ্যে আনে, কর্মক্ষেত্রে ভারতীয় মহিলাদের নিরাপত্তাহীনতার বিষয়টি। প্রতিবাদের ঝড়ও ওঠে খুব। বেশ হায় হায় কুরোতে হয় তৎকালিন কংগ্রেস সরকারকেও।
নয়াদিল্লি: ২০১০ সালের একটি ভয়াবহ ধর্ষণের ঘটনা। কল সেন্টারের এক তরুণীকে ধর্ষণকাণ্ডে ৫ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। এই ঘটনা প্রকাশ্যে আনে, কর্মক্ষেত্রে ভারতীয় মহিলাদের নিরাপত্তাহীনতার বিষয়টি। প্রতিবাদের ঝড়ও ওঠে খুব। বেশ হায় হায় কুরোতে হয় তৎকালিন কংগ্রেস সরকারকেও।
বিপিও সেক্টরে যাঁরা চাকরি করেন তাঁদের নিরাপত্তার ওপর আরও জোর দেওয়ার দাবি ওঠে। বিশেষ করে দিল্লির মতো শহরে, যেখানে বিপিও শিল্প তখন ফুলে ফেঁপে উঠছে, সেখানে মহিলাকর্মীরা যাতে নিরাপদে কাজ করতে পারেন, তা নিয়ে সওয়াল করে বিভিন্ন সংস্থাগুলি।
ওই ঘটনায় ৩০ বছরের এক কল সেন্টারের কর্মীকে অপহরণ করে ৫ জন। তখন ওই তরুণীর সঙ্গে ছিলেন তাঁর বন্ধুও। একটি চলন্ত গাড়িতে তাঁকে ৩০ মিনিট ধরে ধর্ষণ করা হয়।
এই ঘটনায় রায় ঘোষণা হল মঙ্গলবার। তাতে পাঁচ জনকেই দোষী সাব্যস্ত করেছে আদালত। শুক্রবার এই মামলার সাজা শোনানো হবে।