সেনাপ্রধানকে ঘুষ, দিল্লি হাইকোর্টে অভিযোগ নস্যাত্‍ তেজেন্দ্র সিংয়ের

সেনাপ্রধান ভি কে সিংয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে কড়া জবানবন্দি দিলেন ভারতীয় ফৌজের অসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিং। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এই প্রাক্তন প্রধান জানান, টেট্রা ট্রাক কেনার জন্য সেনাপ্রধান বিজয়কুমার সিংকে কোনওরকম ঘুষের প্রস্তাব তিনি দেননি। পুরোটাই সেনা সদরের পরিচালকদের তৈরি ভিত্তিহীন অভিযোগ।

Updated By: Apr 10, 2012, 03:29 PM IST

সেনাপ্রধান ভি কে সিংয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে কড়া জবানবন্দি দিলেন ভারতীয় ফৌজের অসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিং। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এই প্রাক্তন প্রধান জানান, টেট্রা ট্রাক কেনার জন্য সেনাপ্রধান বিজয়কুমার সিংকে কোনওরকম ঘুষের প্রস্তাব তিনি দেননি। পুরোটাই সেনা সদরের পরিচালকদের তৈরি ভিত্তিহীন অভিযোগ।
গত ২৫ মার্চ সেনাপ্রধান বিজয়কুমার সিং একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাত্‍কারে জানান, একটি সংস্থা তাকে ঘুষের বিনিময়ে ৬০০টি নিম্নমানের গাড়ি কেনার প্রস্তাব দেয়। এর জন্য এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের মাধ্যেম ১৪ কোটি টাকা ঘুষের প্রস্তাব আসে তার কাছে। তিনি নিজে এই ঘটনা প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনিকে জানান বলেও দাবি করেন সেনাপ্রধান। সেনাপ্রধানের মুখে এই চাঞ্চল্যকর অভিযোগের পরিপ্রক্ষিতে পরদিনই পুরো ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দেন এ কে অ্যান্টনি। এরপর সেনাপ্রধান স্বয়ং বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন।
সরাসরি নাম করলেও জেনারেল ভি কে সিং ইঙ্গিত দিয়েছিলেন, সামরিক গোয়েন্দা সংস্থা-র প্রাক্তন প্রধান তেজেন্দ্র সিং টেট্রা-ভেকট্রা গ্রুপ-এর হয়ে ৬০০টি গাড়ি কেনার বিনিময়ে ঘুষের প্রস্তাব দেন তাঁকে। পরে প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি জানান প্রায় এক বছর আগে তাঁর কাছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে উত্‍‌কোচ-প্রস্তাবের অভিযোগ আনেন সেনাপ্রধান। কিন্তু সে সময় সেনাপ্রধান নিজেই এই ঘটনা নিয়ে তদন্তে আগ্রহ দেখাননি। এমনকী লিখিতভাবে কোনও অভিযোগও পেশ করেননি তিনি। প্রতিরক্ষামন্ত্রীর এই বিবৃতির পরই দিল্লি হাইকোর্টে ..জেনারেল ভি কে সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন লে. জেনারেল (অব) তেজেন্দ্র সিং।

তা ছাড়া গত ৫ মার্চ জেনারেল ভি কে সিংয়ের নির্দেশে সেনাবাহিনীর তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে তেজেন্দ্র সিং-সহ ৫ সেনা আধিকারিকের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়।ওই বিজ্ঞপ্তি প্রত্যাহারের আর্জি জানিয়ে দিল্লি হাইকোর্টে অন্য একটি রিট পিটিশন দাখিল করেছেন তেজেন্দ্র। সেনাবাহিনীর কাছে ৫ মার্চের প্রেস বিজ্ঞপ্তির ব্যাখ্যা চেয়েছে দিল্লি হাইকোর্ট। ২৭ এপ্রিল ওই মামলার পরবর্তী শুনানি।
কয়েকটি সর্বভারতীয় মিডিয়ার খবর, ২০০৯ সালেই সেনাবাহিনীর জন্য ১,৫০০টি টেট্রা ট্রাক কেনার চুক্তিতে অনিয়ম সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রীকে অবহিত করেছিলেন জেনারেল ভি কে সিং। কিন্তু তাঁর সেই আপত্তি গ্রাহ্য হয়নি। ট্রাক কেলেঙ্কারিরি জেরে চেক প্রজাতন্ত্রের কোম্পানি টেট্রা গ্রুপের প্রধান অংশীদার তথা ব্রিটেন-স্থিত ভেকট্রা শিল্পগোষ্ঠীর প্রধান রবি ঋষিকে ইতিমধ্যেই বেশ কয়েক দফা জেরা করেছে সিবিআই। যদিও নোটিশ পাওয়ার পরই মিডিয়ার সামনে এসে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রবি। সেনাবাহিনী থেকে অবসরের পর লেফটেন্যান্ট জেনারেল তেজেন্দ্র সিং কখনোই তাঁদের সংস্থার হয়ে কাজ করেননি বলেও দাবি করে ঋষি বলেন ওই অফিসারের সঙ্গে তাঁর কোনও পরিচয় নেই।

.