পৃথক রাজ্যের দাবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মোর্চা নেতারা
পৃথক রাজ্যের দাবি সহ দশ দফা দাবি নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মোর্চা নেতারা। সকাল সাড়ে এগারোটায় তাঁদের সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোর্চা সভাপতি বিমল গুরুং।
ওয়েব ডেস্ক: পৃথক রাজ্যের দাবি সহ দশ দফা দাবি নিয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন মোর্চা নেতারা। সকাল সাড়ে এগারোটায় তাঁদের সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন মোর্চা সভাপতি বিমল গুরুং।
ইউপিএ আমলেই আলাদা রাজ্যের দাবিতে সরব হয়েছিল মোর্চা। ফের সেই দাবি নিয়ে কেন্দ্রের দ্বারস্থ বিমল গুরুং। ভারতে বসবাসকারী গোর্খাদের জন্য সার্টিফিকেটের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, জমি অধিগ্রহণ বিলকে সামনে রেখেই মোদী বিরোধী আক্রমণে নজিরবিহীন মিছিল বিরোধীদের। বিলের প্রতিবাদে সংসদ ভবন থেকে মিছিলে হাঁটলেন বিরোধী সাংসদেরা। মিছিলে নেতৃত্ব দেন সোনিয়া গান্ধী। মিছিলে সামিল হন কংগ্রেসসহ ১৪ টি বিরোধী দলের প্রায় ২০০ সাংসদ। মিছিলে ছিলেন শরদ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি, দেবেগৌড়া, আহমেদ প্যাটেল, অম্বিকা সোনির মত নেতা নেত্রীরা।