এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ নিয়ে কাটল না জট
এয়ার ইন্ডিয়ায় ৪৯শতাংশ পর্যন্ত শেয়ারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু, আদৌ কী তা হচ্ছে?
নিজস্ব প্রতিনিধি : এয়ার ইন্ডিয়া কত শতাংশ শেয়ার বিলগ্নিকরণ হবে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। জানিয়ে দিলেন কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী এ গজপতি রাজু। বিষয়টি নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা চলছে বলে তিনি জানান। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে বিলগ্নিকরণ জট আরও ঘোরালো হচ্ছে।
এয়ার ইন্ডিয়ায় ৪৯শতাংশ পর্যন্ত শেয়ারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কিন্তু, আদৌ কী তা হচ্ছে?
এয়ার ইন্ডিয়ার ৪৯ শতাংশ শেয়ার কিনতে চায় বিদেশি বিমান সংস্থা। এমাসের শুরুতেই একথা জানান অসামরিক বিমান পরিবহণ সচিব আরএন চৌবে। সিঙ্গাপুর এয়ারলাইন্স ও ভিস্তারা আগ্রহী বলেও জানান তিনি। কিন্তু, আদৌ কি এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র? সাম্প্রতিক বেশকিছু ঘটনাপ্রবাহে প্রশ্ন উঠছে।