দক্ষিণে পৃথক রাষ্ট্রের দাবিকে সমর্থন কংগ্রেসের শরিক দলের

দ্রাবিড়নাড়ুর দাবি উঠেছে দাক্ষিণাত্যে। তাতে সমর্থন জোগালেন স্টালিন। 

Updated By: Mar 18, 2018, 03:00 PM IST
দক্ষিণে পৃথক রাষ্ট্রের দাবিকে সমর্থন কংগ্রেসের শরিক দলের

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ ভারতের দেশগুলিকে নিয়ে আলাদা রাষ্ট্রের দাবির পক্ষে খোলাখুলি সওয়াল করলেন ডিএমকে-র কার্যকরী সভাপতি এমকে স্টালিন। 

অতিসম্প্রতি দক্ষিণের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা অভিযোগ করেছেন, কেন্দ্রের আদায়কৃত করের বেশিরভাগ অংশই আসে দক্ষিণ ভারত থেকে। তার বদলে খুব কম সহযোগিতা পায় তারা। এই প্রেক্ষিতে দক্ষিণের রাজ্যগুলিকে নিয়ে পৃথক দ্রাবিড়নাড়ুর দাবি উঠেছে। এই প্রেক্ষিতেই স্টালিনের মন্তব্য, এমন উদ্যোগ নেওয়া হলে আমরা স্বাগত জানাব। 

শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ে নিজের কলামে লিখেছেন, 'উত্তর ভারতকে ভর্তুকি দিচ্ছে দক্ষিণের রাজ্যগুলি। এজন্য কোনও অতিরিক্ত সহযোগিতা পাচ্ছে না তারা।'  

আরও পড়ুন- ভোট কমলেও যোগীর বুথে সপা-কংগ্রেসের চেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি

১৯৪৯ সালে পৃথক দ্রাবিড়নাড়ু রাষ্ট্রের দাবিতে গঠিত হয়েছিল ডিএমকে। পরে ১৯৬২ সালে ইন্দো-চিন যুদ্ধের পর অবস্থান বদলায় তারা। দ্রাবিড়নাড়ুর দাবির পক্ষে যুক্তি, উত্তরের আর্যদের সঙ্গে দ্রাবিড় জনজাতির বিপুল ফারাক রয়েছে। যদিও জিন বিজ্ঞান সেই দাবি খারিজ করেছে। গবেষণা বলছে, উত্তর ও দক্ষিণ ভারতের মানুষের জিনগত কোনও ফারাকই নেই।

 

.