জিও-কে জিইয়ে রাখতে খরচ ১.৫ লক্ষ কোটি, দাবি রিপোর্টে

রিলায়েন্স জিও আর 'ফ্রি' এই শব্দ দুটো প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে গত কয়েক মাসে। সম্প্রতি অবশ্য সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি নতুন ট্যারিফ প্ল্যান ঘষণা করেছে যা লাগু হবে আগামী এপ্রিলের এক তারিখ থেকে। কিন্তু সেখানেও বিনামূল্যে মোবাইলে কথা বলার সুবিধের সঙ্গে দেদার 'ডেটা ইউসেজ'। কিন্তু এই যে ঢালাও ফ্রি পরিষেবা দিয়ে চলেছে মুকেশ আম্বানির সংস্থা, তাতে তাদের কত খরচ করতে হল জানেন?

Updated By: Feb 23, 2017, 06:36 PM IST
জিও-কে জিইয়ে রাখতে খরচ ১.৫ লক্ষ কোটি, দাবি রিপোর্টে

ওয়েব ডেস্ক: রিলায়েন্স জিও আর 'ফ্রি' এই শব্দ দুটো প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে গত কয়েক মাসে। সম্প্রতি অবশ্য সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি নতুন ট্যারিফ প্ল্যান ঘষণা করেছে যা লাগু হবে আগামী এপ্রিলের এক তারিখ থেকে। কিন্তু সেখানেও বিনামূল্যে মোবাইলে কথা বলার সুবিধের সঙ্গে দেদার 'ডেটা ইউসেজ'। কিন্তু এই যে ঢালাও ফ্রি পরিষেবা দিয়ে চলেছে মুকেশ আম্বানির সংস্থা, তাতে তাদের কত খরচ করতে হল জানেন?

'বিজনেস টু ডে'-র রিপোর্ট অনুসারে, জিও পরিষেবার জন্য রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর খরচ হয়েছে ১.৫ লক্ষ কোটি টাকা। ওই রিপোর্টে আরও জানা যাচ্ছে, গত তিন বছরে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যে পরিমান লগ্নি করেছে তা সংস্থার ৩৫ বছরের ইতিহাসের মোট লগ্নির সমতুল্য। উল্লেখ্য, সংস্থাটির আরও দাবি, রিলায়েন্স জিও-তে প্রতিদিন প্রতি সেকেন্ডে ৭ জন করে উপভোক্তা পেয়েছে তারা। (আরও পড়ুন- কী এই জিও-র ৯৯ টাকার প্রাইম অফার?)

.