এবার কি ঘরে রাখা সোনার পরিমাণ বেঁধে দিতে চলেছে মোদী সরকার?

দেশে কালোটাকা রুখতে মোদী সরকার বাতিল করে দিয়েছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। সব পুরনো নোট জমা দিতে হবে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে। সময়সীমা ৩০ ডিসেম্বর। তারপর? যে যে অ্যাকাউন্টে জমা পড়া টাকার মধ্যে ধরা পড়বে অসঙ্গতি, সেখানেই পদক্ষেপ নেবে আয়কর দফতর। এছাড়া?

Updated By: Nov 26, 2016, 05:12 PM IST
এবার কি ঘরে রাখা সোনার পরিমাণ বেঁধে দিতে চলেছে মোদী সরকার?

ওয়েব ডেস্ক : দেশে কালোটাকা রুখতে মোদী সরকার বাতিল করে দিয়েছে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। সব পুরনো নোট জমা দিতে হবে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে। সময়সীমা ৩০ ডিসেম্বর। তারপর? যে যে অ্যাকাউন্টে জমা পড়া টাকার মধ্যে ধরা পড়বে অসঙ্গতি, সেখানেই পদক্ষেপ নেবে আয়কর দফতর। এছাড়া?

নগদে কি শুধু কালো টাকাই থাকে? না। 'নগদে' সোনাও থাকে। আর এবার তাই সরকার বাড়িতে রাখা সোনার পরিমাণের ঊর্ধ্বসীমা বেঁধে দিতে পারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে এরকমই খবর। নোট বাতিলের পর কালো টাকাকে সাদা করতে সোনা কেনার প্রবণতা মারাত্মক বেড়ে যায়। ছাপিয়ে যায় গত দুবছরের রেকর্ড। ব্যাপারটা নজর এড়ায়নি মোদী সরকারের। আর তাই আগামিদিনে সোনা নিয়ে যেকোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে সরকারের তরফে।

.