ফের সেই কেরল! পথকুকুরকে গাড়িতে বাঁধা হল দড়ি দিয়ে, নৃশংসতা মাত্রা ছাড়াল

৬২ বছর বয়সী ইউসুফ নামের সেই ব্যক্তির বাড়ির সামনে রাতবিরেতে চেঁচামেচি করত সেই পথকুকুর।

Updated By: Dec 12, 2020, 11:47 AM IST
ফের সেই কেরল! পথকুকুরকে গাড়িতে বাঁধা হল দড়ি দিয়ে, নৃশংসতা মাত্রা ছাড়াল

নিজস্ব প্রতিবেদন- ফের সেই কেরল। রাস্তার কুকুরদের প্রতি নৃশংসতায় কেরল যেন সব থেকে ভয়ানক হয়ে উঠছে। কেরলে পথ কুকুরদের সংখ্যা বাড়তে থাকায় প্রশাসন ভয়ানক পদক্ষেপ নিয়েছিল। নির্বিচার মারা হয়েছিল পথ কুকুরদের। সেই ভিডিয়ো দেখে সারা দেশের পশু প্রেমীরা আঁতকে উঠেছিলেন। তাঁদের দাবি ছিল, পথকুকুরদের স্বার্থরক্ষার কি কোনও আইন নেই! যে কেউ তাদের সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে! সেই কেরলেই পথ কুকুরের উপর অত্যাচারের আরও এক হাড়হিম ঘটনা সামনে এসেছে। এক ব্যক্তি একটি পথ কুকুরকে গাড়ির পিছনে দড়ি দিয়ে বেঁধে কয়েক কিলোমিটার হেঁচড়ে নিয়ে যায়। তবে শেষরক্ষা হয়নি। সেই ব্যক্তিকে গ্রেফতার করেছ পুলিস।

৬২ বছর বয়সী ইউসুফ নামের সেই ব্যক্তির বাড়ির সামনে রাতবিরেতে চেঁচামেচি করত সেই পথকুকুর। তার হাকডাকে বিরক্ত ছিলেন ইউসুফ। তাই সেই কুকুরকে নিজের পাড়া থেকে দূরে ছেড়ে আসতে চেয়েছিল সে। কিন্তু তাই বলে এমন নৃসংসভাবে! ইউসুফ নিজের গাড়ি পিছনে সেই কুকুরটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তার পর দ্রুত গতিতে গাড়ি ছোটাতে শুরু করে। কুকুরটিকে হিঁচড়ে অনেকটা রাস্তা নিয়ে যাওয়া হয়। সকাল এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে। এর পরই এক ব্যক্তি সেই ঘটনার ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেন।

আরও পড়ুন-  ভারত মহাসাগরে মোতায়েন ১২০ যুদ্ধজাহাজ: সিডিএস জেনারেল রাওয়াত

অখিল নামের এক যুবক সেই ভিডিয়ো ফেসবুকে ছড়িয়ে দেন। নিন্দার ঝড় ওঠে। পুলিস সেই ভিডিয়ো ফুটেজ দেখে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেখে মালিককে খুঁজে বের করে। তার পর ইউসুফকে গ্রেফতার করা হয়। দিনের পর দিন দেশের বিভিন্ন জায়গায় পশুদের উপর নির্যাতনের মাত্রা বাড়ছে। হাতি, গরু, কুকুর কোনও কিছুই মানুষের অকারণ অত্যাচারের হাত থেকে রক্ষা পাচ্ছে না। কিন্তু কেন এই নৃশংসতা! তার উত্তর নেই। পশুপ্রেমীরা বলছেন, পশুদের উপর অত্যাচার করলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে এই অকারণ অত্যাচার বন্ধ হবে না।

.