চৌকিদার পছন্দ নয়! ‘পাপ্পু’ জুড়ে দিক কংগ্রেসের কর্মীরাও, পরামর্শ বিজেপির

রাফাল বিতর্ক নিয়ে অহরহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চৌকিদার চোর’ বলে কটাক্ষ করতেন রাহুল গান্ধী। যা সোশ্যাল মিডিয়া চর্চার বিষয় হয়ে ওঠে

Updated By: Mar 19, 2019, 07:19 PM IST
চৌকিদার পছন্দ নয়! ‘পাপ্পু’ জুড়ে দিক কংগ্রেসের কর্মীরাও, পরামর্শ বিজেপির
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ‘ম্যায় ভি চৌকিদার’- এই হ্যাসট্যাগে সোশ্যাল মিডিয়া ভাইরাল। বিজেপির মন্ত্রী-সন্ত্রীরা নামের আগে ‘চৌকিদার’ পদবী জুড়ছেন। খোদ প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী নিজের টুইটার প্রোফাইলে নামের আগে ‘চৌকিদার’ উপাধি যুক্ত করেছেন। এ নিয়ে কটাক্ষও বিরোধীদের, প্রধানমন্ত্রী নিজের দায় ঝেড়ে এ বার সবার কাঁধে বর্তাতে চাইছেন। এর পাল্টা জবাবও দিয়েছে বিজেপি। হরিয়ানার বিধায়ক তথা বিজেপি নেতা অনিল ভিজ কটাক্ষ করে বলেন, সমস্যা থাকলে, তারাও (কংগ্রেস কর্মীরা) নামের পাপ্পু জুড়ে দিক। ক্ষতি কী!

রাফাল বিতর্ক নিয়ে অহরহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘চৌকিদার চোর’ বলে কটাক্ষ করতেন রাহুল গান্ধী। যা সোশ্যাল মিডিয়া চর্চার বিষয় হয়ে ওঠে। নিজেকে দেশের একমাত্র চৌকিদার হিসাবে বলা নরেন্দ্র মোদীও প্রায়শ অস্বস্তিতে পড়তেন। ভোটের মুখে মাস্টারস্ট্রোক খেললেন মোদী। তিনিও পাল্টা প্রচার শুরু করলেন, ম্যায় ভি চৌকিদার অর্থাত্ দেশের সব দায়িত্ববান নাগরিকই চৌকিদার! রাতারাতি রাহুলের চৌকিদার কটাক্ষ ব্যুমেরাং হয়ে আসে।

আরও পড়ুন- পুলওয়ামায় জঙ্গি হামলার শোক, হোলির উত্সব বাতিল রাজনাথের

তবে, মোদীর নতুন চৌকিদার স্লোগানে প্রিয়ঙ্কার কটাক্ষ, বড়লোকেদের জন্য এ সব চৌকিদার, কৃষকদের জন্য নয়। রাহুল গান্ধী অভিযোগ করেন, উনি এখন অনিল অম্বানীর চৌকিদার। রাহুল প্রথম থেকেই অভিযোগ করে আসছে, রাফাল চুক্তির অফসেটের বরাত অনিল অম্বানীর সংস্থাকে পাইয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশীয় যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা হ্যালকে সরিয়ে ৩০ হাজার কোটি টাকার বরাত অনিল অম্বানীকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে রাফাল মামলা গড়ালে, প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, রাফাল নিয়ে অসন্তোষজনক কোনও দুর্নীতি হয়নি। 

.