জলকষ্টে রাজ্য, পর্যটনে জোয়ার আনতে বিদেশ সফরে কর্নাটক বিধায়করা

খরার কবলে রাজ্যের একটা বড় অংশ। জলের কষ্টে চলছে হাহাকার। কিন্তু, তাতে কী? রাজ্যে আনতে হবে পর্যটনের জোয়ার। আর তাই প্রায় দুকোটি টাকা খরচ করে বিধায়করা যাচ্ছেন বিদেশ সফরে। এই নিয়েই এখন সরগরম কর্নাটকের রাজ্য রাজনীতি।

Updated By: Dec 26, 2013, 11:49 PM IST

খরার কবলে রাজ্যের একটা বড় অংশ। জলের কষ্টে চলছে হাহাকার। কিন্তু, তাতে কী? রাজ্যে আনতে হবে পর্যটনের জোয়ার। আর তাই প্রায় দুকোটি টাকা খরচ করে বিধায়করা যাচ্ছেন বিদেশ সফরে। এই নিয়েই এখন সরগরম কর্নাটকের রাজ্য রাজনীতি।

জলের কষ্ট নতুন কথা নয়। কিন্তু, গত দুবছর ধরে খরা যেন কিছুতেই পিছু ছাড়ছে না কর্নাটকের। বিজেপি জমানাতেই প্রথম থাবা বসিয়েছিল খরা। দক্ষিণে শুকিয়ে গিয়েছে পদ্ম। এখন মসনদে কংগ্রেস। কিন্তু, তাতেও এতটুকুও বদলায়নি ছবিটা। এতে অবশ্য তেমন মাথাব্যথা নেই সরকারের। খরা হলেও রাজ্যে বইয়ে দিতে হবে পর্যটনের বন্যা। আর তাই দুকোটি টাকা খরচ করে বিদেশ ছুটছেন বিধায়করা। নিন্দুকেরা টাকার অপচয় নিয়ে সুর চড়ালেও কংগ্রেস তাতে কান দিতে নারাজ।

বিজেপি আমলেও এইরকমই বিদেশ সফর হয়েছিল। তখন সোরগোল জুড়ে দিয়েছিল কংগ্রেস। বিধায়কদের আর্জেন্টিনা থেকে ফিরিয়ে আনতে বাধ্য হন তত্কালীন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার। এবার তাই সুর চড়ানোর পালা বিজেপির। লাতিন আমেরিকায় যাবেন বিভিন্ন দলের তিরিশজন বিধায়ক। সমালোচনার মুখে পিঠ বাঁচাতে কর্নাটক সরকার বলছে, বিধায়করা বিমানের বিজনেস ক্লাসে যাবেন না, ডিলাক্স হোটেলেও থাকবেন না। এমনকী, গাইডের খরচটাও নাকি নিজেদের পকেট থেকেই দেবেন তিরিশজন বিধায়ক।

.