চিন বাগড়া দেওয়ায় NSG-তে এবারেও আটকে গেল ভারত

ভারতের এনএসজি গ্রুপের সদস্য হওয়ার পথে বাধা কাটল না সিওলে। চিনের একটানা বিরোধিতার কারণে সিওল বৈঠকে এনসিজি গ্রুপের সদস্য হতে পারছে না ভারত।

Updated By: Jun 24, 2016, 06:40 PM IST
চিন বাগড়া দেওয়ায় NSG-তে এবারেও আটকে গেল ভারত

ওয়েব ডেস্ক: ভারতের এনএসজি গ্রুপের সদস্য হওয়ার পথে বাধা কাটল না সিওলে। চিনের একটানা বিরোধিতার কারণে সিওল বৈঠকে এনসিজি গ্রুপের সদস্য হতে পারছে না ভারত।

আটচল্লিশটি দেশের প্রতিনিধিদের দুদিনের বৈঠক শেষ হচ্ছে আজই। চিনের এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতের মত দেশ যারা পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিতে সই করেনি, তাদের NSG গোষ্ঠীর সদস্য করা নিয়ে বৈঠকে কোনও ঐকমত্য হয়নি। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, কোনও দেশকে NSG গোষ্ঠীর সদস্য হতে গেলে পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তিতে সই করতেই হবে।

তাসখন্দের বৈঠকে চিনা প্রেসিডেন্টকে এব্যাপারে যে আর্জি জানিয়েছিলেন মোদী, তাতে যে চিনা প্রেসিডেন্ট সাড়া দেননি, এদিনের বৈঠকে চিনের অবস্থানেই তা স্পষ্ট।

আরও পড়ুন- অনড় চিন, NSG-তে ভারতের অন্তর্ভুক্তি ফের ডামাডোলে

সূত্রের খবর, বৈঠকে ভারতের বিরোধিতা করেছেন আরও নটি দেশের প্রতিনিধি। বৈঠকে অংশগ্রহণকারী আটত্রিশটি দেশ অবশ্য NSG-তে ভারতকে নেওয়ার পক্ষে রায় দিয়েছে।

.