বিসর্জন বিষাদের সুর আরবসাগরের পাড়েও
দশমীর বিষাদের সুর আরবসাগরের পাড়েও। বেলা বাড়ার সঙ্গেই সঙ্গেই শিবাজী পার্ক, ডিএন নগরের পুজো, মুখার্জি পরিবারের পুজো কিমবা লোখান্ডওয়ালায় অভিজিতের পুজোয় শুরু হয়ে যায় সিঁদুর খেলা। সন্ধেয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। দশমীর প্রতিমা নিরঞ্জনের পাশাপাশি মিলেমিশে একাকার হয়ে যায় দশেরা উদযাপনও।
দশমীর বিষাদের সুর আরবসাগরের পাড়েও। বেলা বাড়ার সঙ্গেই সঙ্গেই শিবাজী পার্ক, ডিএন নগরের পুজো, মুখার্জি পরিবারের পুজো কিমবা লোখান্ডওয়ালায় অভিজিতের পুজোয় শুরু হয়ে যায় সিঁদুর খেলা। সন্ধেয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় প্রতিমা নিরঞ্জন। দশমীর প্রতিমা নিরঞ্জনের পাশাপাশি মিলেমিশে একাকার হয়ে যায় দশেরা উদযাপনও।
নবমী নিশি শেষ হতেই বাঙালির মনে বিষাদের সুর। চারদিন বাপের বাড়িতে কাটানোর পর দেবী দুর্গার ঘরে ফেরার পালা। মণ্ডপে ঠাকুর দেখা, আলোর রোশনাই, থিমপুজোর প্রতিযোগিতা। সবকিছুর আনন্দ যেন রাতারাতি ম্লান। অপেক্ষা আরও একটা বছরের। আসছে বছর আবার হবে এই আশাতে বুক বেধেই মাকে বিদায় জানানোর পালা। বাঙালির আবেগের এই ছবি দেখা গেছে মুম্বইতেও। আরবসাগরের পাড়ে অন্যতম পুরনো শিবাজি পার্কের পুজো। বেলার দিকে সিঁদুর খেলার পর সন্ধেয় শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন। একই ছবি ডিএন নগরের পুজো, মুখার্জি বাড়ির পুজো এবং লোখাণ্ডওয়ালায় অভিজিতের বাড়ির পুজোয়।
অন্যদিকে, দুর্গোত্সবের আনন্দ-উচ্ছ্বাসের পর দশমীর বিষাদ রাজধানী দিল্লিতেও। দুপুরের পর থেকেই যমুনার তীরে শুরু হয়ে গিয়েছে প্রতিমা বিসর্জন। তাঁর আগে চিত্তরজ্ঞন পার্ক এলাকায় সিঁদুর খেলায় মাতে রাজধানীর প্রবাসী বাঙালি মহিলারা।