২৫ নভেম্বর থেকে পাঁচ দফায় নির্বাচন জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ডে, গণনা ২৩ ডিসেম্বর

শনিবার জম্মু-কাশ্মীর ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ২৫ নভেম্বর ভোট গ্রহণ শুরু হবে।

Updated By: Oct 25, 2014, 04:52 PM IST
২৫ নভেম্বর থেকে পাঁচ দফায় নির্বাচন জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ডে, গণনা ২৩ ডিসেম্বর

নয়াদিল্লি: শনিবার জম্মু-কাশ্মীর ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ২৫ নভেম্বর ভোট গ্রহণ শুরু হবে।

LIVE UPDATE:

# দুই রাজ্যেই ভোট গণনা ২৩ ডিসেম্বর। দিল্লির উপ নির্বাচনের গণনাও হবে ওই দিনই।
# ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মীরে নির্বাচন হবে পাঁচ দফায়। দফার দিন: নভেম্বর ২৫, ডিসেম্বর ২, ডিসেম্বর ৯, ডিসেম্বর ১৪, ডিসেম্বর ২০ ।
#দিল্লির তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে ২৫ নভেম্বর।
#কিছুদিনের মধ্যে নির্বাচনি বিধি জারি হয়ে যাবে, জানালেন সম্পৎ।
#ভোটার স্লিপ দেওয়ার কাজ দ্রুত শেষ হবে দুটি রাজ্যেই।
#গত লোকসভা নির্বাচনের মতো এবারের নির্বাচনেও NOTA র সুযোগ পাবেন ভোট দাতারা।
#জম্মু-কাশ্মীরে ১০,০১৫ টি নির্বাচনি স্টেশন থাকছে। ২৪,৬৪৮ টি থাকছে ঝাড়খণ্ডে।
# জম্মু-কাশ্মীরে ভোটার সংখ্যা- ৭২.২৫ লক্ষ। ঝাড়খণ্ডে-২০৭.৪৪ লক্ষ।

.