Viksit Bharat | ECI: নির্বাচনের মুখেই চাপে কেন্দ্রীয় সরকার, কমিশনের নির্দেশে বন্ধ 'Viksit Bharat' মেসেজ
কমিশন বেশ কয়েকটি অভিযোগ পেয়েছিল যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘোষণা এবং এমসিসি (মডেল কোড অফ কন্ডাক্ট) কার্যকর হওয়া সত্ত্বেও সরকারের উদ্যোগগুলি তুলে ধরে এই জাতীয় বার্তা এখনও নাগরিকদের ফোনে বিতরণ করা হচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের নির্বাচন কমিশন (ECI) ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রককে (MEITy) অবিলম্বে হোয়াটসঅ্যাপে Viksit Bharat মেসেজ পাঠানো বন্ধ করার নির্দেশ দিয়েছে।
মন্ত্রককে অবিলম্বে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলেছে ইসি।
কমিশন বেশ কয়েকটি অভিযোগ পেয়েছিল যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘোষণা এবং এমসিসি (মডেল কোড অফ কন্ডাক্ট) কার্যকর হওয়া সত্ত্বেও সরকারের উদ্যোগগুলি তুলে ধরে এই জাতীয় বার্তা এখনও নাগরিকদের ফোনে বিতরণ করা হচ্ছে।
জবাবে, MeitY কমিশনকে জানিয়েছিল যে যদিও চিঠিগুলি MCC কার্যকর হওয়ার আগে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে কিছু সম্ভবত সিস্টেমিক এবং নেটওয়ার্ক সীমাবদ্ধতার কারণে দেরিতে প্রাপকদের কাছে বিতরণ করা হয়ে থাকতে পারে।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশনের নেওয়া একাধিক সিদ্ধান্তের একটি অংশ এই পদক্ষেপ।
পাশাপাশি সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার, ২১ মার্চ, কেন্দ্রের বিজ্ঞপ্তি স্থগিত করেছে। এই বিজ্ঞপ্তিতে লোকসভা নির্বাচনের আগে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর অধীনে একটি ফ্যাক্ট-চেক ইউনিট গঠন করার কথা বলা হয়।
অস্থায়ী স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দ্বারা মঞ্জুর করা হয়েছে যতক্ষণ না বম্বে হাইকোর্ট একটি পিটিশনের ব্যাচের উপর চূড়ান্ত রায় প্রদান করে। এই পিটিশন তথ্য প্রযুক্তি (আইটি) সংশোধনী বিধিমালা, ২০২৩-এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করেছে।
একই সঙ্গে লোকসভা ভোটের আগে এবার চার জেলাশাসককে বদলি নির্বাচন কমিশনের। একসঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান ও বীরভূমের জেলাশাসককে বদলি করল নির্বাচন কমিশন। নন-ক্যাডার অফিসার যাঁরা প্রশাসনের শীর্ষ পদে ছিলেন তাঁদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে রাজ্য পুলিসের ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমার ও বিবেক সহায়কে। সেই জায়গায় ইতিমধ্যে নতুন ডিজি হিসেবে সঞ্জয় মুখোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছে দিল্লির জাতীয় কমিশন। এবার চার জেলাশসককে বদলি করা হল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)