India Economic Survey 2022: চলতি অর্থবর্ষে ৯.২ শতাংশ জিডিপি বৃদ্ধির ইঙ্গিত, আর্থিক সমীক্ষায় প্রকাশিত রিপোর্ট

 ভারতের মোট দেশীয় উৎপাদন বা জিডিপি ৯.২ পর্যন্ত বাড়তে পারে।

Updated By: Jan 31, 2022, 02:58 PM IST
India Economic Survey 2022: চলতি অর্থবর্ষে ৯.২ শতাংশ জিডিপি বৃদ্ধির ইঙ্গিত, আর্থিক সমীক্ষায় প্রকাশিত রিপোর্ট
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: সংসদের বাজেট অধিবেশন ২০২২ এর প্রথম দিনে অর্থনৈতিক সমীক্ষা পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সমীক্ষায় বলা হয়েছে, চলতি আর্থিক বছরে ভারতের মোট দেশীয় উৎপাদন বা জিডিপি ৯.২ পর্যন্ত বাড়তে পারে। অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, ২০২০-২১ সালে জিডিপি সংকোচনের পর, ২০২১-২২ অর্থবছরে  জিডিপি বৃদ্ধি হয়ে ৯.২ শতাংশে পৌঁছবে। 

প্রসঙ্গত, আর্থিক সমীক্ষাকে দেশের অর্থনীতির রিপোর্ট কার্ড হিসেবে ধরা হয়।  কত আয় হয়েছে, কত কর্মসংস্থানের ব্যবস্থা করা গিয়েছে, উৎপাদনই বা কত বেড়েছে, আমদানি-রফতানি কত হয়েছে সেই সব পরিসংখ্যান তুলে ধরা হয়। সেখানেই দেওয়া হয় জিডিপি বৃদ্ধির হিসেবও। আর্থিক সমীক্ষা রিপোর্টে আগামী অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৮ থেকে ৮.৫ শতাংশ থাকবে বলে পূর্বাভাস। চলতি ২০২২ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার ৯.২ শতাংশ হবে বলে ইঙ্গিত।

করোনা, লকডাউনের জেরে দেশের অর্থনীতি সঙ্কটে পড়েছিল। গত বার অর্থনীতির হাল পুনরুদ্ধারের জন্য আর্থিক প্যাকেজও ঘোষণা করা হয়েছিল। ২০২০-২১ সালে মোট দেশীয় উৎপাদন বা জিডিপি  ৭.৩ শতাংশ সংকুচিত হয়েছে। অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, কৃষি এবং সংশ্লিষ্ট খাতগুলি মহামারির ক্ষতিকর প্রভাব সবথেকে কম পড়েছে। সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছিল পর্যটন ক্ষেত্র। সাধারণত প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এর নেতৃত্বে একটি দল এই অর্থনৈতিক সমীক্ষাটি তৈরি করে। তবে, এই বছর এটি তৈরি করেছে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার নেতৃত্বাধীন একটি দল।

আরও পড়ুন, Union Budget 2022: Tax-এ কতটা ছাড়! শিক্ষা-স্বাস্থ্যে কী মিলবে? সীতারমনের কাছে এবার কী প্রত্যাশা দেশবাসীর

করোনার বিরুদ্ধে টিকাকরণ কর্মসূচিতে জনসংখ্যার প্রায় সমগ্র অংশকে সামিল করায় আর্থিক ক্রিয়াকলাপ গতি ফিরে পাচ্ছে এবং সরবরাহ গত সংস্কারের দীর্ঘমেয়াদি সুফলও মিলতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতের অর্থনীতি এখন ভালো জায়গায় রয়েছে এবং আগামী অর্থবর্ষে তা আট থেকে সাড়ে আট শতাংশ হারে বাড়তে পারে।

প্রসঙ্গত, সোমবার থেকে সংসদে শুরু হল বাজেট অধিবেশন। এ বছর ভারতীয় সংসদের বাজেট অধিবেশন দুটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায় ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। সংসদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হল বাজেট অধিবেশন। এরপর প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভায় পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। মঙ্গলবার সকাল ১১ টায় পেশ হবে সাধারণ বাজেট। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.