হংকং থেকে মামা-ভাগ্নের ১,৩৫০ কোটি টাকার হিরে-মুক্তো তুলে আনল ইডি

দেশে বিপুল টাকা ঋণ করে দুজনেই এখন দেশছাড়া

Updated By: Jun 11, 2020, 12:11 AM IST
হংকং থেকে মামা-ভাগ্নের ১,৩৫০ কোটি টাকার হিরে-মুক্তো তুলে আনল ইডি

নিজস্ব প্রতিবেদন: বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।

হংকং থেকে নীরব মোদী ও মেহুল চোকসির কোম্পানির পালিশ করা হিরে, মুক্তো ও রুপোর গহনা-সহ মোট ১৩৫০ কোটি টাকার মূল্যবান সম্পত্তি তুলে আনল ইডি। সবে মিলিয়ে ওইসব হিরে-মুক্তোর ওজন ২,৩০০ কেজি।

আরও পড়ুন-গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৪৩; ফের মৃতের সংখ্যা ছুঁলো ১৭, এদের ১০ জনই কলকাতার

জি নিউজ সূত্রে খবর বিদেশ থেকে মোট ১০৮টি কনসাইনমেন্ট মুম্বইয়ে এসে পৌঁছেছে। এর মধ্যে ৩২টি নীরব মোদীর। বাকি মেহুল চোকসির।

উল্লেখ্য, দেশে বিপুল টাকা ঋণ করে দুজনেই এখন দেশছাড়া। নীরব মোদী বর্তমানে রয়েছে ব্রিটেনে। অন্যদিকে তার মামা মেহুল চোকসি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায়।

উল্লেখ্য, ওইসব মাল ২০১৮ সালে দুবাই থেকে হংকংয়ে পাঠিয়েছিল নীরব মোদী ও মেহুল চোকসি। ওই বিপুল সম্পত্তির কথা ইডি জানতে পারে ২০১৮ সালের জুলাইয়ে। তার পর থেকেই ওইসব মূল্যবান রত্ন দেশে ফেরত আনার জন্য আদাজল খেয়ে লেগেছিল ইডি।

আরও পড়ুন-ভিড় এড়াতে সরকারি অফিসে কাজ হবে ২ শিফটে, বেসরকারিতে ওয়ার্ক ফ্রম হোমে জোর

ইডির তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, তখন থেকে হংকং প্রশাসনের সঙ্গে এনিয়ে কথা চলছিল। এ ব্যাপারে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তা ইডির হাতে এসেছে। এর আগেও দুবাই ও হংকং থেকে ওই দুজনের কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করে এনেছিল ইডি।

.