ভোট কক্ষকে সুরক্ষা দিতে বিশেষ উদ্যোগ নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিবেদন : ভোট কক্ষকে আরও সুরক্ষা দিতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। বাড়ানো হচ্ছে ভোট কক্ষের দৈর্ঘ্য এবং উচ্চতা। দু ফুটের পরিবর্তে এবার থেকে আড়াই ফুটের ভোট কক্ষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বুথে ভিভিপ্যাট রাখার জন্য এই স্থান বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের।
প্রসঙ্গত বুধবার গুজরাট বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভায় আগামী ৯ ও ১৪ ডিসেম্বর দু'দফায় নির্বাচন। ফল ঘোষণা ১৮ ডিসেম্বর। অন্যদিকে ৬৮ আসনবিশিষ্ট হিমাচলপ্রদেশ বিধানসভার নির্বাচন ৯ নভেম্বর। দুক্ষেত্রেই বুথে ভিভিপ্যাট মেশিন রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
যদিও সূত্রের খবর, দিল্লি ভোটে একাধিক অভিযোগের পর, ভোটারের শরীরের কোনও অংশ যাতে ভোট কক্ষের বাইরে না থাকে, সে জন্যই এই সিদ্ধান্ত কমিশনের।
আরও পড়ুন, গুজরাটে ভোট ৯ ও ১৪ ডিসেম্বর, ফল ঘোষণা ১৮ ডিসেম্বর