চেন্নাই এনকাউন্টারের তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের

এনকাউন্টারে পাঁচ ডাকাতের মৃত্যুর ঘটনার তদন্তের নির্দেশ দিল জাতীয় মানবাধিকরা কমিশন। চেন্নাইয়ের ভেলাচেরি এলাকার ওই ঘটনা নিয়ে সংবাদমাধ্যম বিভিন্ন প্রশ্ন তোলায় তামিলনাড়ুর ডিজি, স্থানীয় জেলাশাসক ও পুলিস সুপারকে নোটিশ পাঠিয়েছে কমিশন। নোটিশে দুমাসের মধ্যে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Updated By: Feb 24, 2012, 08:32 PM IST

এনকাউন্টারে পাঁচ ডাকাতের মৃত্যুর ঘটনার তদন্তের নির্দেশ দিল জাতীয় মানবাধিকরা কমিশন। চেন্নাইয়ের ভেলাচেরি এলাকার ওই ঘটনা নিয়ে সংবাদমাধ্যম বিভিন্ন প্রশ্ন তোলায় তামিলনাড়ুর ডিজি, স্থানীয় জেলাশাসক ও পুলিস সুপারকে নোটিশ পাঠিয়েছে কমিশন। নোটিশে দুমাসের মধ্যে ঘটনার তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পাঁচ কুখ্যাত ব্যাংক ডাকাতকে এনকাউন্টার করে হত্যা করে চেন্নাই পুলিশ। গত কয়েকদিনে পর পর দুটি ঘটনায় ৩০ লক্ষেরও বেশি টাকা ডাকাতির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে খবর পেয়ে ভেলাচেরির একটি বাড়ি ঘিরে ফেলে পুলিস। পুলিসের দাবি, আত্মসমর্পণের বদলে পুলিসকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। এতে দুই পুলিসকর্মী আহত হন। এর পর পুলিসের পালটা গুলিতে মৃত্যু হয় ওই পাঁচ ডাকাতের।

.