এবার আরও কমল PF-এর সুদের হার
ফের সুদের হার কমছে PF-এ। চলতি আর্থিক বর্ষেই দেশজুড়ে প্রায় ৪ কোটি EPFO উপভোক্তা এই নতুন হারে তাঁদের জমা টাকার ওপর সুদ পেতে চলেছেন বলে অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে সুদের হার ৮.৮ শতাংশ থেকে কমে দাঁড়াচ্ছে ৮.৬ শতাংশে।
![এবার আরও কমল PF-এর সুদের হার এবার আরও কমল PF-এর সুদের হার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/09/11/65647-pfkdfjkfdjkgfkf.jpg)
ওয়েব ডেস্ক : ফের সুদের হার কমছে PF-এ। চলতি আর্থিক বর্ষেই দেশজুড়ে প্রায় ৪ কোটি EPFO উপভোক্তা এই নতুন হারে তাঁদের জমা টাকার ওপর সুদ পেতে চলেছেন বলে অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে সুদের হার ৮.৮ শতাংশ থেকে কমে দাঁড়াচ্ছে ৮.৬ শতাংশে।
আরও পড়ুন- OMG! এবার নতুন এই ট্রেন আপনাকে পৌঁছে দেবে সময়ের আগে!
অর্থমন্ত্রকের পক্ষ থেকে বারবার শ্রমমন্ত্রকে বলা হয়েছে যাতে EPFO-তে সুদের হার ক্ষুদ্র সঞ্চয়ের সুদের হারের সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে। অবশেষে দুই মন্ত্রকের মধ্যে আলোচনার শেষে এই নতুন হার লাগু করা হয়েছে।
অতয়েব ২০১৬-১৭ অর্থবর্ষে EPFO উপভোক্তাদের কম সুদে টাকা জমাতে হচ্ছে।