Exit Poll On ZEE: দক্ষিণের একমাত্র গড়ে গেরুয়া-পতন ! প্রবল চাপে মোদী-শাহ

Exit Poll On ZEE: প্রাকনির্বাচনী সমীক্ষায় দেখা গিয়েছিল মিশ্র ফল। জি নিউজ-ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী গেরুয়া শিবির ছিল খানিকটা এগিয়ে। তার পরেই ছিল কংগ্রেস ও  ডেডিএস। ২২৪ আসনের এই নির্বাচনে কংগ্রেসকেও এগিয়ে রেখেছিল কয়েকটি সমীক্ষা

Updated By: May 10, 2023, 07:31 PM IST
Exit Poll On ZEE: দক্ষিণের একমাত্র গড়ে গেরুয়া-পতন ! প্রবল চাপে মোদী-শাহ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার কার হতে কর্নাটক? ভোটগ্রহণ শেষ হতেই বেরিয়ে আসছে একের পর এক বুধফেরত সমীক্ষা। প্রাক নির্বাচনী সমীক্ষায় বলা হয়েছিল কর্নাটকে বিজেপি পক্ষে পাল্লা ভারী এবার। তবে জি নিউজ ও ম্য়াট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে অন্য কথা।

জি নিউজ ও ম্য়াট্রিজ

কর্নাটকে বিজেপি পেতে পারে ৭৯-৯৪ আসন

কংগ্রেস-১০৩-১১৮ আসন

জেডিএস-২৫-৩৩ আসন

বিজেপি পেতে পারে ৩৬ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪১ শতাংশ ভোট। অন্যদিকে ১৭ শতাংশ ভোট পেতে পারে জেডিএস।

এদিকে আরও কয়েকটি বুথফেরত সমীক্ষায় দেখা গিয়েছে মিশ্র ফল। নিউজ নেশন-সিজিএস এর সমীক্ষায় বলা হয়েছে বিজেপি পাবে ১১৪ আসন। পাশাপাশি কংগ্রেস পাবে ৬৮ ও জেডিএস ২১ আসন পাবে। 

রিপাবলিক টিভি-পি মার্ক

বিজেপি পাবে ৮৫-১০০ আসন

কংগ্রেস-৯৪-১০৮ আসন

জেডিএস পাবে ২৪-৩২ আসন

 

টিভি ৯ ভারতবর্ষ-পোলস্টার

বিজেপি-৮৮-৯৮ আসন

কংগ্রেস ৯৯-১০৯ আসন

জেডিএস-২১-২৬ আসন।

 

এবিপি নিউজ-সি ভোটার

বিজেপি-৮৩-৯৫

কংগ্রেস ১০০-১১২

জেডিএস-২১-২৬ আসন।

 

নিউজ নেশন-সিজিএস

বিজেপি পাবে ১১৪ আসন

কংগ্রেস- ৬৮

জেডিএস ২১

জন কী বাত

বিজেপি-৯৪-১১৭

কংগ্রেস-৯১-১০৬

জেডিএস-১৪-২৪ আসন।

কী বলা হয়েছিল প্রাক নির্বাচনী সমীক্ষায়

কর্নাটক বিধানসভা নির্বাচনে মানুষ কোন দিকে ঝুঁকে? প্রাকনির্বাচনী সমীক্ষায় দেখা গিয়েছিল মিশ্র ফল। জি নিউজ-ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী গেরুয়া শিবির ছিল খানিকটা এগিয়ে। তার পরেই ছিল কংগ্রেস ও  ডেডিএস। ২২৪ আসনের এই নির্বাচনে কংগ্রেসকেও এগিয়ে রেখেছিল কয়েকটি সমীক্ষা। ই্ডিয়া টিভি-সিএনএক্সের সমীক্ষা অনুয়ায়ী কংগ্রেস পেতে পারে ১০৫টি আসন। অন্যদিকে, শাসক বিজেপির ঝুলিতে যেতে পারে ৮৫ আসন। জনতা দল সেক্যুলার পেতে পারে ৩২ আসন। শতাংশের হিসেবে কংগ্রেসকে দেওয়া হয়েছিল ৪০.৩২ শতাংশ ভোট, বিজেপিকে দেওয়া হয় ৩৫.৫ শতাংশ ভোট। 

১৯৮৫ সালের পর থেকে কর্ণাটক কোনও শাসকদলকে ক্ষমতায় আনেনি। বিজেপি এবার ফের ক্ষমতায় এলে ৩৮ বছরের ট্রাডিশন ভেঙে যাবে। এর প্রভাব লোকসভা ভোটেও পড়তে পারে। এবিপি নিউজ ও সি ভোটারের প্রাক নির্বাচনী সমীক্ষায় বলা হয়েছিল কংগ্রেস পেতে পারে ১১০ আসন, বিজেপি পেতে পারে ৭৫-৮৫ আসন, জেডিএস পেতে পারে ২৯ আসন। ইন্ডিয়া টুডে-সিভোটারের সমীক্ষায় বিজেপিকে দেওয়া হয় ৭৪-৮৬ আসন, কংগ্রেসকে দেওয়া হয়েছিল ১০-১১৯ আসন। প্রসঙ্গত, ২০১৮ সালের নির্বাচনে কর্ণাটকে বিজেপি পেয়েছিল ১০৪ আসন। অন্যদিকে, কংগ্রেস পেয়েছিল ৮০ আসন এবং জেডিএস পেয়েছিল ৩৮ আসন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.