সব বুথ ফেরত সমীক্ষাই ভুল, অস্ট্রেলিয়ার নির্বাচনের উদাহরণ টেনে বললেন শশী থারুর

উল্লেখ্য, শেষ দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন এজেন্সির যে বুথ ফেরত সমীক্ষা বেরিয়েছে, তা এনডিএ-কে এগিয়ে রাখা হয়েছে। কোথাও আবার বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে

Updated By: May 20, 2019, 12:49 PM IST
সব বুথ ফেরত সমীক্ষাই ভুল, অস্ট্রেলিয়ার নির্বাচনের উদাহরণ টেনে বললেন শশী থারুর
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় এনডিএ-কে ৩০০-র বেশি আসন দেওয়া হয়েছে। পুরোটাই  ভুল বলে ব্যাখ্যা করলেন কংগ্রেস নেতা শশী থারুর। অস্ট্রেলিয়ার নির্বাচন প্রসঙ্গ তুলে তিরুঅন্তপুরমের সাংসদ বলেন, গত সপ্তাহে অস্ট্রেলিয়ার ৫৬টি বিভিন্ন সমীক্ষার ইঙ্গিত ভুল প্রমাণিত হয়েছে। আমি মনে করি, বুথ ফেরত এ সব সমীক্ষা মিথ্যে। অধিকাংশ মানুষ সমীক্ষকদের সামনে সরকারের সমালোচনা করতে ভয় পান। ২৩ মে-ই জানা যাবে জনাদেশ। উল্লেখ্য, গত কালই অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষিত হয়। লিবারাল পার্টির জোটই ফের ক্ষমতায় আসে। অর্থাত্ প্রধানমন্ত্রী স্কট মরিসনের বিরুদ্ধে যে সব সমীক্ষা বেরিয়েছিল তা ভুল বলে প্রমাণিত হয়।

উল্লেখ্য, শেষ দফার ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন এজেন্সির যে বুথ ফেরত সমীক্ষা বেরিয়েছে, তা এনডিএ-কে এগিয়ে রাখা হয়েছে। কোথাও আবার বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। বিজেপি ইতিমধ্যেই দাবি করা হয়েছে, ক্ষমতায় মোদীকে আসা আর কেউ আটকাতে পারবে না। তবে, ন্যাশানালিস্ট কংগ্রেস নেতা ওমর আবদুল্লার কটাক্ষ, টিভি চ্যানেল বন্ধ রাখুন। সোশ্যাল মিডিয়ায় থেকে লগ আউট করে দিন। ২৩-মেই একমাত্র চোখ রাখার বার্তা দিয়েছেন ওমর আবদুল্লা।

আরও পড়ুন- বুথ ফেরত্ সমীক্ষায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত মিলতেই শরিক সরানোর সিদ্ধান্ত যোগীর!

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এ দিও ইভিএম কারচুপির অভিযোগ করেন। বুথ ফেরত্ সমীক্ষাকে গসিপ বলে কটাক্ষ মমতার। তাঁর বার্তা, বিরোধীদের একজোট হয়ে লড়তে হবে। 

.