Faizabad: ফৈজাবাদ স্টেশনের নাম বদলে দিল যোগী সরকার, শীঘ্রই নোটিস জারি
২০১৮ সালে আগ্রা, বেরিলি, কানপুর বিমানবন্দরের নামও বদল করতে কেন্দ্রের কাছে আবেদন করে উত্তরপ্রদেশ সরকার
নিজস্ব প্রতিবেদন: এলাহাবাদ, মুঘলসরাইয়ের পর এবার ফৈজাবাদ। নাম বদল করে দিলেন যোগী আদিত্যনাথ। এখন থেকে ফৈজবাদ রেল স্টেশনের নাম হচ্ছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। যোগী সরকারের ওই সিদ্ধান্তে শনিবার সিলমোহর দিয়ে দিল কেন্দ্র।
আরও পড়ুন-Asansol : সরকারি গম নিয়ে 'নয়ছয়'! পূর্ব বর্ধমানের বরাদ্দ গম আসানসোলের মিলে বিক্রির অভিযোগ
বিরোধীরা নাম পরিবর্তনের এই পদক্ষেপকে হিন্দু ভাবাবেগের রাজনীতি নিয়ে খেলা বলে দাবি করেছে বিরোধীরা। তবে খোদ আদিত্যনাথের দাবি, ওইসব জায়গায় পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। যোগী সরকারের তরফে এক টুইট করে ফৈজাবাদ স্টেশনের নাম বদলের কথা জানিয়ে দেওয়া হয়েছে। এনিয়ে শীঘ্রই নোটিস জারি করা হবে।
#UPCM श्री @myogiadityanath जी ने फैजाबाद रेलवे जंक्शन का नाम "अयोध्या कैन्ट" करने का निर्णय लिया है। @spgoyal@sanjaychapps1@74_alok pic.twitter.com/P8qg4Gc2P3
— CM Office, GoUP (@CMOfficeUP) October 23, 2021
আরও পড়ুন-Amit Shah: ভোটের পরই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরত, শ্রীনগরে দাঁড়িয়ে আশ্বাস শাহ-র
উল্লেখ্য, এর আগে ফৈজাবাদের নাম বদল করে অযোধ্যা করে দেয় যোগী সরকার। পাশাপাশি এলাহাবাদের নাম বদল করে প্রয়াগরাজ ও মুঘলসরাই রেল স্টেশনের নাম বদল করে দীন দয়াল উপাধ্যায় জাংশন করে দেওয়া হয়।
২০১৮ সালে আগ্রা, বেরিলি, কানপুর বিমানবন্দরের নামও বদল করতে কেন্দ্রের কাছে আবেদন করে উত্তরপ্রদেশ সরকার।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)