ফলকের মা ও নির্যাতনকারী চিহ্নিত
আরও আশঙ্কাজনক হল ফলক। সোমবার তার মাথায় অস্ত্রোপচার করেন এইমসের চিকিত্সকরা। তার পর দুবছরের শিশুটিকে ফের ভেনটিলিটরে রেখেছেন তাঁরা। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শুক্রবারই ফলকের ভেনটিলিটর খুলে নেওয়া হয়েছিল।
আরও আশঙ্কাজনক হল ফলক। সোমবার তার মাথায় অস্ত্রোপচার করেন এইমসের চিকিত্সকরা। তার পর দুবছরের শিশুটিকে ফের ভেনটিলিটরে রেখেছেন তাঁরা। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় শুক্রবারই ফলকের ভেনটিলিটর খুলে নেওয়া হয়েছিল।
ওদিকে ফলকের ওপর নির্যাতনকারীকে চিহ্নিত করা গিয়েছে বলে দাবি করেছে দিল্লি পুলিশ। রাজকুমার নামে ওই ব্যক্তির ছবিও প্রকাশ করা হয়েছে। তার খোঁজে মুম্বাই গিয়েছেন দিল্লি পুলিশের এক আধিকারিক। যে নাবালিকা ফলককে এইমসে নিয়ে গিয়েছিল, তাকে জেরা করে ফলকের মাকেও চিহ্নত করা গিয়েছে বলে দাবি পুলিশের। লক্ষ্মী নামে ওই মহিলার খোঁজ শুরু হয়েছে।