ছাত্রীদের অন্তর্বাসের রঙ বেঁধে দিল নামজাদা স্কুল!

নতুন শিক্ষাবর্ষে স্কুলটির ডায়রিতে একটি নির্দেশিকা জারি করে ছাত্রীদের সাদা বা গায়ের রঙের অন্তর্বাস পড়তে বলা হয়েছে।

Updated By: Jul 4, 2018, 06:35 PM IST
ছাত্রীদের অন্তর্বাসের রঙ বেঁধে দিল নামজাদা স্কুল!

নিজস্ব প্রতিবেদন: ছাত্রীদের অন্তর্বাসের রঙ বেঁধে দিয়ে চরম বিতর্কে জড়াল পুণের নামজাদা বিশ্বশান্তি গুরুকুল। স্কুলের এমন সিদ্ধান্তে হতভম্ব অবস্থায় অভিভাবকরা। কিন্তু হঠাত্ এমন অদ্ভুত সিদ্ধান্তের কারণ কী?

জানা যাচ্ছে, নতুন শিক্ষাবর্ষে স্কুলটির ডায়রিতে একটি নির্দেশিকা জারি করে ছাত্রীদের সাদা বা গায়ের রঙের অন্তর্বাস পড়তে বলা হয়েছে। তবে শুধু এমন নির্দেশ দিয়েই ক্ষান্ত হয়নি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের অভিযোগ, ডায়রিতে ওই নির্দেশিকার নীচে স্বাক্ষর করে তা মেনে চলার জন্যও চাপ দেওয়া হয়েছে। এই নির্দেশ না মেনে চললে, শাস্তি পেতে হবে বলেও সতর্ক করা হয়েছে ছাত্রী-অভিভাবকদের।

অভিভাবকরা স্কুলের এমন অদ্ভুত নির্দেশের বিরুদ্ধে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ তাতে বিশেষ আমল দেয়নি। তাদের দাবি, ছাত্রীদের 'সুরক্ষিত' রাখতেই এমন নিয়ম জারি করা হয়েছে। সূত্রের খবর, এর আগে জল খাওয়ার ও শৌচালয়ে যাওয়ার জন্যও সময় বেঁধে দিয়েছে স্কুলটি। ক্ষুব্ধ অভিভাবকরা এখন এইসব বিষয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা বিভাগের ডিরেক্টরের কাছে অভিযোগ জানিয়েছেন। আরও পড়ুন- স্কুলে ঢুকে শিক্ষিকার মাথা কেটে জঙ্গলের দিকে দৌড় লাগাল যুবক

.