Farmers Protest: কৃষি আইন প্রত্যাহারের দাবি নিয়েই বুধবার ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে কৃষকরা
কৃষকদের সঙ্গে ফের একদফা বৈঠকের ফল কী হবে তা নিয়ে তাকিয়ে গোটা দেশ
নিজস্ব প্রতিবেদন: কৃষি আইন(Farm Laws) প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। তাদের অনেক দাবির মধ্যে রয়েছে, নিশ্চয়তা দিতে হবে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যেরও। এরকম এক পরিস্থিতিতে বুধবার ৩০ ডিসেম্বর আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্র।
এনিয়ে মঙ্গলবারই আলোচনায় বসতে রাজী হয়েছিলেন কৃষক নেতারা। তবে সেই বৈঠক দিল্লি বিজ্ঞান ভবনে হবে বুধবার দুপুর দু'টোয়। সোমবার বিকেলে সরকারের তরফে ওই বৈঠক হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। বিষয়টি কৃষক নেতাদের চিঠি দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।
আরও পড়ুন-কেন্দ্র ডেপুটেশনে চেয়েছিল, হোমগার্ডে বদলি করা হল IPS ভোলানাথ পাণ্ডেকে
#FarmLaws: Central Government calls farmers for meeting on 30th December, 2pm at Vigyan Bhawan in Delhi pic.twitter.com/VqFxj9thZF
— ANI (@ANI) December 28, 2020
শনিবার নিজেদের মধ্যে বৈঠকে বসেন কৃষক নেতারা। সেখান ঠিক হয় মঙ্গলবার বেলা ১১টায় সরকারের সঙ্গে বৈঠকে বসা হবে। তারা দাবি করেন, মোট চারটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে সরকারকে। ওইসব দাবির মধ্যে ছিল, কৃষি আইন প্রত্যাহার করার কী পদ্ধতি হবে তা সরকারকে জানাতে হবে, MSP-র গ্যারান্টি সরকারকে দিতে হবে, আইনে বেশকিছু সংশোধনী আনতে হবে।
শনিবার সিংঘু সীমান্তে বৈঠক শেষে কৃষক নেতা দর্শন পাল বলেন, আগামী ৩০ ডিসেম্বর কৃষি বিলের বিরুদ্ধে ট্র্যাক্টর Rally করবে কৃষকরা। এটি হবে কুন্ডলি- মানেশ্বর-পালওয়াল হাইওয়েতে। সবাইয়ের কাছে অনুরোধ, এবছর নববর্ষ পালন করুন আন্দোলনরত কৃষকদের সঙ্গে। সরকার যদি চায় আমরা রাস্তা ব্লক না করি তাহলে কৃষি আইন প্রত্যাহার করা হোক।
আরও পড়ুন-মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব চাই : Mamatabala, ব্যক্তিগত কে কী বলছে গুরুত্বপূর্ণ নয় : Sougata
কৃষকদের সঙ্গে ফের একদফা বৈঠকের ফল কী হবে তা নিয়ে তাকিয়ে গোটা দেশ। তবে এই বৈঠকের আগে কৃষক আন্দোলন ও কৃষি আইন নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার কিষাণ সম্মান নিধির(PM-KISAN) ১৮,০০০ কোটি টাকা কৃষকদের দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বিরোধীরা কৃষকদের ভুল বোঝাচ্ছে। কৃষকরা যেখানে চায় সেখানেই তার ফসল বিক্রি করতে পারে, মান্ডিতে বিক্রি করতে পারে, MSP-তে বিক্রি করতে পারে।' প্রধানমন্ত্রীর ওই ঘোষণার পরও সুর নরম করছেন না কৃষকরা। দিল্লির আন্দোলনকে(Farmers Protest) ঘিরে সেটাই এখন ভাবনা বিষয়।