Republic Day-তে রাজধানীর বুকে ট্রাক্টর মিছিল হবেই, কেন্দ্রের সঙ্গে আলোচনা শেষে ঘোষণা কৃষকদের
বৈঠকে টানা সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করিয়ে কৃষকদের অপমান করা হয়েছে। এমনটাই দাবি করেছেন কৃষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা এস এস পান্ধার
নিজস্ব প্রতিবেদন: নয়া ৩ কৃষি বিল নিয়ে কেন্দ্রের সঙ্গে কৃষকদের ১১তম বৈঠকের ফলও শূন্য।
কেন্দ্র সরকার প্রস্তাব দিয়েছিল আগামী দেড় বছর তিন কৃষি আইন(Farm Laws) লাগু করা হবে না। সেই প্রস্তাব মানতে নারাজ কৃষকরা। পুরনো দাবিতেই অনড় তারা। বাতিল করতে হবে নয়া কৃষি আইন।
আরও পড়ুন-নন্দীগ্রামে Mamata-র বিরুদ্ধে Suvendu? 'আমিই হারাব', হুঙ্কার শিশিরপুত্রের
কেন্দ্র-কৃষক বৈঠকের পরই কৃষকরা ঘোষণা করেছেন, কৃষি আইন বাতিলের দাবিতে প্রজাতন্ত্র দিবসে(Republic Day) রাজধানীতে ট্রাক্টক মিছিল করবেন কৃষকরা। শুধু তাই নয়, আজকের বৈঠকে টানা সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করিয়ে কৃষকদের অপমান করা হয়েছে। এমনটাই দাবি করেছেন কৃষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা এস এস পান্ধার। তাঁর দাবি, সাড়ে তিন ঘণ্টা অপেক্ষা করিয়ে রেখে কৃষি মন্ত্রী জানতে চাইলেন আমরা কেন্দ্রের প্রস্তাব মানতে রাজী কিনা। আমাদের কথা জানার পরই তিনি জানিয়ে দেন বৈঠক শেষ।
The minister made us wait for three & a half hours. This is an insult to farmers. When he came, he asked us to consider the govt's proposal & said that he is ending the process of meetings... The agitation will continue peacefully: SS Pandher, Kisan Mazdoor Sangharsh Committee pic.twitter.com/J1ppwGfHCn
— ANI (@ANI) January 22, 2021
রাজধানীর বুকে ট্রাক্টর মিছিল(Tractor Rally) নিয়ে ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকায়েত বলেন, পরিকল্পনা মতোই প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে ট্রাক্টর মিছিল হবে। সরকার চেয়েছিল দেড় বছর কৃষি আইন স্থগিত করে রাখতে। কিন্তু কৃষকরা তাতে রাজী হয়নি। সরকারের সঙ্গে পরবর্তি বৈঠক হতে পারে যদি কৃষকরা সরকারের প্রস্তাব মেনে নেয়।
আরও পড়ুন-Exclusive: ' দলে কাজ করতে অসুবিধা হয়েছে', এবার বেসুরো Howrah-র বিদায়ী মেয়র
শুক্রবারের বৈঠক নিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর(Narendra Singh Tomar) বলেন, 'সরকার সবসময় বলে আসছে কৃষি আইন প্রত্যাহারের দাবির বাইরে কৃষকদের সব প্রস্তাব বিবেচনা করতে তৈরি সরকার। আমরা কৃষকদের স্বার্থেই দেড় বছর কৃষি আইন স্থগিত করার প্রস্তাব দিয়েছিলাম। বাইরের কিছু শক্তি চাইছে কৃষকদের আন্দোলন জারি থাকুক। তবে আশা ছড়া উচিত হবে না।'