ভারতে বাড়ছে মোদীর গ্রহণযোগ্যতা, দাবি Pew সমীক্ষা রিপোর্টের

এক লাফে অনেকটা বেড়ে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যরা। বৃহস্পতিবার প্রকাশিত Pew সমীক্ষা অনুযায়ী হত বছর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই চড়চড় করে বেড়েছে মোদীর ফেভারাবিলিটি রেটিং।  

Updated By: Sep 18, 2015, 04:19 PM IST
 ভারতে বাড়ছে মোদীর গ্রহণযোগ্যতা, দাবি Pew সমীক্ষা রিপোর্টের

ওয়াশিংটন: এক লাফে অনেকটা বেড়ে গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা। বৃহস্পতিবার প্রকাশিত Pew সমীক্ষা অনুযায়ী গত বছর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই চড়চড় করে বেড়েছে মোদীর ফেভারেবিলিটি রেটিং।  

মোদীর বিভিন্ন প্রকল্প ও নিপুণহাস্তে সরকার পরিচালনার জেরে দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে জনপ্রিয়তা। তার সঙ্গেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে মোদীর গ্রহণযোগ্যতাও। ক্ষমতায় আসার পর ভারতের প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা এক ধাক্কায় ৮৭% বেড়েছে। ট্র্যাডিশনাল কংগ্রেস সরকারের ভিতেই মোদীর সরকার গড়ে উঠলেও, তাতে আলাদা করে মোদীর জনপ্রিয়তার উড়ানে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। এ বছর ৬ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ২,৪৫২ জন ভারতীয়র উপর সমীক্ষা চালায় Pew। তাদের মতে যতই বিতর্ক থাকুক, সময় যত এগিয়েছে ততই এদেশে বেড়েছে মোদীর গ্রহণযোগ্যতা।  

এই সার্ভে রিপোর্ট অনুযায়ী মোদীর গ্রহণযোগ্যতা বাড়ানোর পথটা মোটেও মসৃণ ছিল না। বিশেষত, মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতা দখলের পর প্রথম পাঁচ মাসেই ভয়াবহ হারে এ দেশে বেড়েছে সাম্প্রদায়িক হিংসা। 

এই সার্ভে রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যেও দিন দিন যোগাযোগ বাড়িয়েছেন। চেষ্টা করেছেন বিভিন্ন জাতির মধ্যেও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের। 

একটি বিবৃতিতে Pew জানিয়েছে ভারতের বহু প্রচালিত দলীয় রাজনীতির কোন্দলকে অতিক্রম করতে সফল হয়েছে মোদী ফেনোমেনন। 

 

.