করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় করে রাজ্যের প্রাপ্য ৩৪৬১ কোটি বুঝিয়ে দিল দিল্লি
রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় করের মধ্যে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দিল ভারত সরকার। এপ্রিল মাসের কিস্তি হিসেবে ৪৬,০৩৮.১০ কোটি টাকা রাজ্যগুলিকে বণ্টনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ মেনেই প্রাপ্য দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।
পশ্চিমবঙ্গ পেয়েছে ৩৪৬১.৬৫ কোটি টাকা। রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে উত্তরপ্রদেশ। যোগী আদিত্যনাথের রাজ্য পেয়েছে ৮,২৫৫.১৯ কোটি। ৪,৬৩১.৯৬ কোটি পেয়েছে বিহার। মধ্যপ্রদেশের ভাগে গিয়েছে ৩,৬০৩ কোটি টাকা।
এনকে সিংয়ের নেতৃত্বাধীন অর্থ কমিশন কেন্দ্রীয় করের ৪১ শতাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দেওয়ার সুপারিশ করেছে। ১ শতাংশ দেওয়া হবে জম্মু-কাশ্মীর ও লাদাখকে।
বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে গত ৩ এপ্রিল রাজ্যগুলিকে ১৭,২৮৭ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। তবে পশ্চিমবঙ্গে মতো অনেক রাজ্যই করোনার মোকাবিলায় বিশেষ প্যাকেজ দাবি করেছে। সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠকে অর্থসাহায্য নিয়ে কথা হতে পারে বলে খবর।