হোটেলের পর এবার আগুন দিল্লির বস্তিতে
শর্ট-সার্কিটের ফলেই এই বিধ্বংসী আগুন লেগেছে বলে অনুমাল দিল্লি পুলিসের। যদিও আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি।
নিজস্ব প্রতিবেদন: করোলবাগের হোটেলের আগুন নিভতে না নিভতেই রাজধানীতে ফের আগুন। বুধবার দিল্লির পশ্চিমপুরী এলাকার একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেল অন্তত ২৫০টিরও বেশি ঝুপড়ি।
আরও পড়ুন: কংগ্রেস জমানার চেয়ে কম দামে রাফাল কিনছে মোদী সরকার, সংসদে রিপোর্ট দিল CAG
শর্ট-সার্কিটের ফলেই এই বিধ্বংসী আগুন লেগেছে বলে অনুমাল দিল্লি পুলিসের। যদিও আগুন লাগার আসল কারণ এখনও জানা যায়নি।
গতকাল মধ্যরাতে আগুন লাগার পর এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। দমকলের ২৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
আরও পড়ুন: কুম্ভমেলায় তাঁবুতে ভয়াবহ আগুন, কোনওক্রমে রক্ষা বিহারের রাজ্যপালের
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে সর্বস্ব খুইয়ে কনকনে ঠান্ডায় সারারাত রাস্তায় কাটে বস্তির বাসিন্দাদের। এখনও অবধি কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কী কারণে আগুন লাগল তা জানা যায়নি। তবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লেগেছে, সেদিকটিও খতিয়ে দেখছে দমকল।
আরও পড়ুন: পছন্দের চ্যানেল বাছাই করার সময়সীমা বাড়াল TRAI
দিল্লির করোলবাগের হোটেলের বিধ্বংসী আগুনের ভয়াবহ রেশ কাটতে না কাটতেই আরও এক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে দিল্লিবাসী। অনেকেই পর্যাপ্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থাপনা রয়েছে কি না, তা নিয়ে নজরদারির অভাবের কথা বলছেন।
তাঁরা দুষছেন দিল্লি পুলিসের উদাসিনতাকে। সাধারণ মানুষের সচেতনতার অভাবের দিকেও আঙ্গুল তুলছেন কেউ কেউ।