নয়াদিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

নয়াদিল্লিতে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সকাল ৬.২০ টা নাগাদ নয়াদিল্লির কন্নট হিমালয়া হাউসে বিধ্বংসী আগুনে আতঙ্ক ছডি়য়ে পড়ে। কস্তুরবা গাঁন্ধী মার্গের হিমালয় হাউসে আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ৩০ টি ইঞ্জিন কাজ করছে। প্রথমে আগুন জ্বলতে দেখা যায় বিল্ডিংয়ের চার তলায়। এরপর ধীরে ধীরে সেই আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে।

Updated By: Nov 19, 2012, 11:47 AM IST

নয়াদিল্লিতে ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সকাল ৬.২০ টা নাগাদ নয়াদিল্লির কন্নট হিমালয়া হাউসে বিধ্বংসী আগুনে আতঙ্ক ছডি়য়ে পড়ে। কস্তুরবা গাঁন্ধী মার্গের হিমালয় হাউসে আগুন নেভাতে ঘটনাস্থলে দমকলের ৩০ টি ইঞ্জিন কাজ করছে। প্রথমে আগুন জ্বলতে দেখা যায় বিল্ডিংয়ের চার তলায়। এরপর ধীরে ধীরে সেই আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাস্থলের চারপাশ এখনও কালো ধোঁয়ায় ঢাকা। হিমালয়া হাউসে বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে৷ তবে অফিস টাইম না হওয়ায় সাধারণ মানুষের জীবনহানির ঘটনা ঘটেনি। দমকল কর্মীদের মরিয়া চেষ্টার তিন ঘন্টা পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

.