শপথ নেওয়ার পরই যে পাঁচ ''উপহার'' জয়ললিতার

Updated By: May 23, 2016, 04:25 PM IST
শপথ নেওয়ার পরই যে পাঁচ ''উপহার'' জয়ললিতার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে প্রথম দিনই একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করে দিলেন জয়ললিতা। ষষ্ঠবারের জন্য ক্ষমতায় আসার পরেই জয়ার নানা উপহার। দেখুন এক নজরে একগুচ্ছ প্রকল্প--

(১) পাঁচশোটি দেশী মদের দোকান বন্ধ করা হচ্ছে। সেইসঙ্গে দেশী মদের দোকান খুলে রাখার সময় দিনে দুঘণ্টা কমিয়ে দেওয়া হচ্ছে ।

(২)মঙ্গলসূত্র তৈরী করার জন্য প্রত্যেক মহিলাকে পাঁচ গ্রাম করে সোনা দেওয়া হচ্ছে।

(৩) রাজ্যবাসীকে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে।

(৪) কৃষকদের ঋণ-ছাড় দেওয়া হবে

৫) সরকারি স্কুলে পড়ুয়াদের বিনা খরচে প্রাতঃরাশ দেওয়া হবে।

আজ দুপুর ১২টায় নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কে রোসাইয়া। একইসঙ্গে, শপথ নেন আরও ২৮ জন বিধায়ক।

Tags:
.