ভরসন্ধেয় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে কমপক্ষে ৭০

রাজ্যের মন্ত্রী অদিতি ঠাকরেও ছুটে গিয়েছেন ঘটনাস্থলে। সংবাদমাধ্যমে তিনি বলেন, পাঁচতলা ওই বাড়িটির তিনটি তল ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 24, 2020, 09:16 PM IST
ভরসন্ধেয় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে কমপক্ষে ৭০
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: ভরসন্ধেয় ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি। কংক্রিটের চাঙড়ে চাপা মারাত্মক জখম হলেন ১৫ জন। কমপক্ষে ৭০ জন এখনও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যে মারাত্মক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায়।

আরও পড়ুন-অসাবধান হলেই খালি হয়ে যেতে পারে পিএফ অ্যাকাউন্ট! নতুন বিপদ সম্পর্কে সতর্ক করল EPFO

পুলিস সূত্রে খবর, আজ সন্ধে পৌনে সাতটা নাগাদ তারিক গার্ডেন নামে পাঁচতলা ওই বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ির ৪৫টি ফ্ল্যাটে থাকতেন বহু মানুষ। ফলে তাদের অনেকেরই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। ঘটনার খবর পেয়েই কাজলপুরা এলাকার ওই জায়গায় গিয়েছে এনডিআরএফের ৩টি দল। ক্রেন, পে লোডার-সহ অন্যান্য যন্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে প্রশাসন।

আরও পড়ুন-মৎস্যজীবীদের আটকে মুক্তিপণ দাবি করত জনাব, বসিরহাট থেকে গ্রেফতার সেই বাংলাদেশি জলদস্যু

রাজ্যের মন্ত্রী অদিতি ঠাকরেও ছুটে গিয়েছেন ঘটনাস্থলে। সংবাদমাধ্যমে তিনি বলেন, পাঁচতলা ওই বাড়িটির তিনটি তল ভেঙে পড়েছে। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। চাপা পড়ে রয়েছেন অনেকে।

.