তেলেঙ্গানায় পুলিসের গুলিতে মৃত সন্ত্রাসবাদে অভিযুক্ত ৫

মঙ্গলবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলায় ৫ সন্ত্রাসবাদে অভিযুক্তকে গুলি করে মারল তেলেঙ্গানা পুলিস। মৃতদের মধ্যে একজন সক্রিয় সিমি কর্মী ভিকারুদ্দিন আহমেদ। হেফাজত থেকে পালানোর সময় পুলিসি এনকাউন্টারে মৃত্যু হয়েছে এই ৫ জনের।

Updated By: Apr 7, 2015, 02:43 PM IST
 তেলেঙ্গানায় পুলিসের গুলিতে মৃত সন্ত্রাসবাদে অভিযুক্ত ৫

ওয়েব ডেস্ক: মঙ্গলবার তেলেঙ্গানার ওয়ারাঙ্গল জেলায় ৫ সন্ত্রাসবাদে অভিযুক্তকে গুলি করে মারল তেলেঙ্গানা পুলিস। মৃতদের মধ্যে একজন সক্রিয় সিমি কর্মী ভিকারুদ্দিন আহমেদ। হেফাজত থেকে পালানোর সময় পুলিসি এনকাউন্টারে মৃত্যু হয়েছে এই ৫ জনের।

হায়দরাবাদে আদালতে একটি শুনানির জন্য যাওয়ার সময় পুলিসি হেফাজত থেকে পালাবার চেষ্টা করে এই ৫ অভিযুক্ত। এই সময় পুলিস গুলি চালাতে শুরু করে। এককাউন্টারটি হয়েছে আলের ও জনগাঁওয়ের মধ্যবর্তী একটি অঞ্চলে।

ভিকারুদ্দিন ও তার ৪ সহযোগীর বিরুদ্ধে দু'জন পুলিসকে খুন করার অভিযোগ রয়েছে।

২০১০ সালে হায়দরাবাদে পুলিসের উপর লাগাতার হামলার ঘটনায় এই ৫জনকে গ্রেফতার করা হয়। এতদিন পর্যন্ত ৫ অভিযুক্তই ওয়ারানগল সেন্ট্রাল জেলে বন্দী ছিল।  

 

.